অগ্নিদেব-পুত্রের গল্প 'চুরি' করে রীতেশ-জেনেলিয়ার ছবি? টি সিরিজের বিরুদ্ধে অভিযোগ

Last Updated:

আকাশ পোস্টে লিখেছেন, '২০২০ সালে আমার ছবি 'পেট সে' নিয়ে টি সিরিজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল আমার। তারা ছবিটির যৌথ প্রযোজনায় রাজিও হয়ে যায়।'

#কলকাতা: রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজার নতুন ছবি 'মিস্টার মাম্মি' নিয়ে গুরুতর অভিযোগ তুললেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে আকাশ চট্টোপাধ্যায়। ছবির গল্প নাকি তাঁর। কিন্তু সৌজন্যবোধক বার্তায় নাম নেই বঙ্গসন্তানের।
তবে কি টলিউড প্রযোজক-পরিচালকের গল্প চুরি করে নিল ছবির প্রযোজক সংস্থা টি সিরিজ? ই-মেল থেকে শুরু করে সম্ভাব্য পোস্টার-সহ এমনই বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করলেন আকাশ।
advertisement
সম্প্রতি শাদ আলি পরিচালিত ছবি 'মিস্টার মাম্মি'র ট্রেলার মুক্তি পেয়েছে। শাদ আলি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ ও জেনেলিয়া। গল্প অনুযায়ী, পুরুষ হওয়া সত্ত্বেও রীতেশের চরিত্র অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একইসঙ্গে অন্তঃসত্ত্বা জেনেলিয়ার চরিত্রও। কমেডি ছবির ট্রেলার নিয়ে ইতিমধ্যে মাতামাতি শুরু হয়েছে নেটপাড়ায়।
advertisement
আকাশ পোস্টে লিখেছেন, '২০২০ সালে আমার ছবি 'পেট সে' নিয়ে টি সিরিজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল আমার। তারা ছবিটির যৌথ প্রযোজনায় রাজিও হয়ে যায়। পরে দেখছি আমারই ছবির একটি জঘন্য ভার্শন (যার কোনও যুক্তি নেই) নিয়ে হাজির হয়েছে। আমার গল্প এবং বিষয়বস্তু মুম্বইয়ের এসডব্লিউএ দ্বারা রেজিস্টার করানো হয়েছিল।'
advertisement
তাঁর পোস্টে যে সমস্ত ছবি বা স্ক্রিনশট তিনি আপলোড করেছেন, তার মধ্যে নির্নিমেষ দুবে নামে এক ব্যক্তির সঙ্গে মেল মারফত কথাবার্তার প্রমাণ রয়েছে। সেখানে ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে বলে দেখা যাচ্ছে।
advertisement
এমনকি একটি সম্ভাব্য পোস্টারও তৈরি হয়েছিল। যেখানে নায়কের মুখটি কালো রং দিয়ে ঢেকে দিয়েছেন আকাশ। কিন্তু লেখা থেকে বোঝা যাচ্ছে, নায়ক আয়ুষ্মান খুরানা। ছবিতে বোঝা যাচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা। এবং ছবির নাম লেখা, 'ভিকি পেট সে'। সুতরাং এ কথা স্পষ্ট যে আকাশের ছবিটি আয়ুষ্মানকে নিয়েই ভাবা হয়েছিল।
advertisement
এর আগে আকাশ নিজের প্রযোজনা সংস্থা এসিপি এন্টারটেইনেমন্ট থেকে 'গুড মর্নিং শানশাইন' এবং 'জিন্দেগি কশমকাশ'-এর মতো ছবি বানিয়েছেন প্রযোজক হিসেবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অগ্নিদেব-পুত্রের গল্প 'চুরি' করে রীতেশ-জেনেলিয়ার ছবি? টি সিরিজের বিরুদ্ধে অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement