Dev: দামোদরের চরে দেবের খাদানের শ্যুটিং! নদী টপকে সুপারস্টারের দর্শন সারলেন ভক্তরা
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Dev বিগত কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টলিউড তারকা দেবকে। সূত্রের খবর, নতুন একটি ছবির শ্যুটিংয়ের জন্য তিনি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছেন।
পানাগড়: বেলা বাড়তেই হু হু করে আসতে শুরু করেছেন মানুষ। কেউ কেউ আবার নিয়ে আসছেন পোস্টার। কেউ কেউ হাজির হয়েছেন স্বাগত জানাতে। আবার নদী টপকে কেউ এসেছেন একবার নিজেদের প্রিয় নায়ককে চোখের দেখা দেখতে। আর এমন উৎসাহী দর্শকদের ভিড় সমাজ দিতে গিয়ে স্থানীয় প্রশাসনকেও বাড়তি নজরদারি চালাতে হয়েছে।
বিগত কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টলিউড তারকা দীপক অধিকারী অর্থাৎ দেবকে। সূত্রের খবর, নতুন একটি ছবির শ্যুটিংয়ের জন্য তিনি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছেন। জানা গিয়েছে, খাদান ছবির শ্যুটিংয়ের জন্য তিনি পশ্চিম বর্ধমান জেলার কয়লাখনি এলাকা-সহ বিভিন্ন জায়গা বেছে নিয়েছেন। আর সেই ছবির শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন পানাগড়ে।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্যের জন্য খাদানের ইউনিট গিয়েছিল পানাগড়ের রনডিহাব্যারেজ এলাকায়। এখানে শুটিং হয়েছে দীর্ঘক্ষন। শুটিং করতে সেখানে দেবের পাশাপাশি এসেছিলেন যীশু সেনগুপ্ত। আর এই দু’জনের আসার খবর পাওয়া মাত্রই স্থানীয় এলাকার মানুষজন রনডিহাব্যারেজের কাছে ভিড় জমাতে শুরু করেন। কেউ কেউ নদীর ওপার থেকেও চলে আসেন শুটিং দেখতে।
advertisement
প্রসঙ্গত গত বছর একটি বলিউড ফিল্ম ‘মিশন রানীগঞ্জ’-এর শ্যুটিং হয়েছিল পশ্চিম বর্ধমান জেলার খনি এলাকায়। তারপর বিগত কয়েকদিন ধরেই খাদান ছবির কথা ঘুরছে নেটমাধ্যমে। ছবিটির জন্য পশ্চিম বর্ধমান জেলার কয়লা খনি এলাকা বেছে নেওয়া হয়েছে বলে খবর রয়েছে অনেকের কাছেই। যে কারণে শ্যুটিং চলাকালীন বিভিন্ন জায়গায় দেবভক্তরা হাজির হচ্ছেন। তেমন ভাবেই সেদিন রনডিহা বেড়েছে হাজির হয়েছিলেন দেবভক্তরা।
advertisement
নয়ন ঘোষ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 4:42 PM IST