Bollywood Actor : নায়ক হতে চেয়ে চাকরের রোল! চাউমিনের লোভে প্রথম ছবি, বলুন তো সেই সুপারস্টারটি কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood Actor Deepak Dobriyal : বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন অনেকেই। কেউ কেউ এবং পরিশ্রমের ভিত্তিতে সাফল্যও পান। তবে প্রথম ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটা সহজ নয়। চাউমিনের লোভে তার প্রথম ছবির জন্য অডিশন দিয়েছিলেন এই অভিনেতা।
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন অনেকেই। কেউ কেউ এবং পরিশ্রমের ভিত্তিতে সাফল্যও পান। তবে প্রথম ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটা সহজ নয়। চাউমিনের লোভে তার প্রথম ছবির জন্য অডিশন দিয়েছিলেন এই অভিনেতা। তবে নায়ক হয়ে ওঠা হয়নি তাঁর। পার্শ্ব চরিত্রে অভিনয় করে পেয়েছেন স্বীকৃতি।
advertisement
সংগ্রামের সূর্যে আলোকিত এই তারকা উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রাম থেকে দিল্লিতে এসে প্রথম থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন ছিল নায়ক হওয়ার। তবে সুযোগ পান চাকরের ভূমিকায় অভিনয়ের। কেরিয়ারের শুরুতে পায়ের তলার মাটি শক্ত করতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন। কিন্তু একটি চরিত্র অভিনেতাকে আজীবন স্বীকৃতি দিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম ড্রামা ফিল্ম 'ওমকারা' -তে স্বীকৃতি পান দীপক। কিন্তু কঙ্গনার ছবি দিয়েই তিনি দর্শকমনে তাঁর ছাপ ফেলেছেন। এরপর তিনি ওটিটিতেও অভিনয় করেন। ডিম্পল কাপাডিয়ার সিরিজ 'সাস, বহু অর ফ্ল্যামিঙ্গো'-তে তার চরিত্রটিও অনেক পছন্দ হয়েছিল। তার প্রতিভার ভিত্তিতে, দীপক দুবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন এবং একবার বিজয়ীও হন।