Bappi Lahiri Death: বাপ্পি লাহিড়ির মৃত্যু! গুগলে শুধু এই প্রশ্নগুলির জবাব খুঁজছেন ভারতীয়রা

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর (Bappi Lahiri Death)।

সোনা কেনার পাশাপাশি গাড়ি কেনারও শখ ছিল বাপ্পিদার। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫ টি গাড়ি কিনেছিলেন তিনি। তাঁর কাছে একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি, ৩২ লাখ টাকার অডি গাড়ি, ২০ লাখ টাকার ফিয়াট গাড়ি, ১৬ লাখ টাকার সনেট গাড়ি ও ৮ লাখ টাকার স্করপিও ছিল। এছাড়াও জানা গিয়েছে, তাঁর নামে স্বয়ংচালিত একটি টেসলা এক্স গাড়িও ছিল।
সোনা কেনার পাশাপাশি গাড়ি কেনারও শখ ছিল বাপ্পিদার। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫ টি গাড়ি কিনেছিলেন তিনি। তাঁর কাছে একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি, ৩২ লাখ টাকার অডি গাড়ি, ২০ লাখ টাকার ফিয়াট গাড়ি, ১৬ লাখ টাকার সনেট গাড়ি ও ৮ লাখ টাকার স্করপিও ছিল। এছাড়াও জানা গিয়েছে, তাঁর নামে স্বয়ংচালিত একটি টেসলা এক্স গাড়িও ছিল।
#কলকাতা: গত ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের মৃত্যু। গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ (Bappi Lahiri Death)। এর পরই বুধবার সকালে বাপ্পি লাহিড়ির মৃত্যুর খবর। সঙ্গীতের দুনিয়ায় একের পর এক নক্ষত্রপতনের খবরে গোটা ভারত শোকস্তব্ধ। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর (Bappi Lahiri Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Death)।
কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া'-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি। কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
advertisement
. .
advertisement
. .
আরও পড়ুন: প্রিয় বাপ্পিদাকে হারিয়ে স্মৃতিকাতর শ্রেয়া ঘোষাল, লিখলেন 'সত্যিকারের রকস্টারকে হারালাম'!
এই খবরের পর থেকেই ভারতীয়রা গুগলে খুঁজছেন কয়েকটি প্রশ্নের উত্তর। স্লিপ অ্যাপনিয়া কী? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কী? এরই সঙ্গে বাপ্পি লাহিড়ির গান নিয়েও খোঁজাখুঁজি চলছে দিনভর। বাপ্পি লাহিড়ির পরিবারের ছবি, লতা মঙ্গেশকর, উষা উত্থুপকেও খুঁজছেন ভারতীয়রা। উষা উত্থুপের কেরিয়ারে বাপ্পি লাহিড়ির তৈরি বহু গান রয়েছে। সেগুলি আজও সমান ভাবে জনপ্রিয়। এদিন বাপ্পিদার মৃত্যুর খবরে কেঁদে ফেলেন গায়িকা।
advertisement
আরও পড়ুন: মৃত্যুর দু'দিন আগে নিজের কথাই কি বলেছিলেন? বাপ্পি লাহিড়ির শেষ পোস্ট নিয়ে তুমুল চর্চা!
শুধু সংগীত পরিচালনা নয়, গায়ক বাপ্পি লাহিড়িও কম জনপ্রিয় ছিলেন না। তাঁর হিন্দি উচ্চারণে বাংলা টান ছিল স্পষ্ট, সেই বাঙালিয়ানা আজীবন কাটিয়ে উঠতে পারেননি তিনি। বা বলা যায় সেই বাংলা টান কাটানোর চেষ্টা ছিল না তাঁর। সেই নিয়েই বোম্বাই সে আয়া মেরা দোস্ত (আপ কি খাতির) থেকে বোম্বাই নাগারিয়া (ট্যাক্সি নং ৯২১১) বা উ লা লা (ডার্টি পিকচার)- সবতেই অপ্রতিরোধ্যা বাপ্পি লাহিড়ি। আজও সমান জনপ্রিয় সেই সব গান, চিরকাল থেকে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Death: বাপ্পি লাহিড়ির মৃত্যু! গুগলে শুধু এই প্রশ্নগুলির জবাব খুঁজছেন ভারতীয়রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement