Bangladeshi Actress Tanjin Tisha: আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার? ফেসবুকে বিস্ফোরক দাবি নিয়ে হাজির খোদ বাংলাদেশি নায়িকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actress Tanjin Tisha: বাংলাদেশের একাধিক গণমাধ্যম সংস্থায় লেখালেখি শুরু হয়, নায়িকার পরিবারের ঘনিষ্ঠ কেউ জানিয়েছেন, প্রেমিক মুশফিক আর ফারহানের সঙ্গে বিবাদের পর নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন।
ঢাকা: বুধবার রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। খবর চাউর হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সংস্থায় লেখালেখি শুরু হয়, নায়িকার পরিবারের ঘনিষ্ঠ কেউ জানিয়েছেন, প্রেমিক মুশফিক আর ফারহানের সঙ্গে বিবাদের পর নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন।
কিন্তু এই খবর আদৌ সত্যি নয় বলে জানিয়েছেন খোদ নায়িকা। তাঁর কথায় জানা গিয়েছে, গতকাল রাতে ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল নায়িকার। তার পর শরীর খারাপ থাকায় একটি ঘুমের ওষুধ খান তিনি। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় তাঁর। ফলে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাঁকে। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানান ‘শেষ বিকেল’-এর নায়িকা।
advertisement
advertisement
তারপর ফেসবুকে একরাশ ক্ষোভ উগরে দিলেন তানজিন। তিনি লেখেন, ‘আমার বাবা দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনও মানুষ অথবা যে কোনও মানুষের জন্যই জীবনে নেব না।’ তারপর তিনি জানালেন, যাঁরা তাঁর ক্ষতি করার চেষ্টা করেছেন, সকলের নাম উল্লেখ করে সাংবাদিক বৈঠক করবেন শীঘ্রই।
advertisement
এর আগেই অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তিশাকে নিয়ে ভুলভাল খবর লেখা হয়েছে। তাঁর পরিবার কি কোথাও বলেছে যে তিনি এই পদক্ষেপ করেছেন? নায়িকা বলেই কি এরকম যা খুশি লেখা হবে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 5:47 PM IST