Chanchal Chowdhury: 'নতুন দিগন্তের সূচনা...', নয়া সিনেমা 'দম' নিয়ে আবেগঘন চঞ্চল, হঠাৎ এমন কেন বললেন অভিনেতা

Last Updated:

বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি' এ দেশে বেশ কয়েক মাস আগেই এসেছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন কনটেন্ট পৌঁছে গিয়েছে ভারতীয় দর্শকদের ঘরে ঘরে, মনজয় করে নিয়েছে সকলের। আর এবার দুইবাংলার যৌথ প্রযোজনায় বড় পর্দার আসতে চলেছে ২টি সিনেমা। রেদওয়ান রনি ফিরছেন তাঁর নতুন ছবি 'দম' নিয়ে। এখানে মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরিকে।

কলকাতা: বিগত কয়েক বছর ধরে বিনোদনে চলছে ওটিটির রাজত্ব। এই দৌড়ে ভারতের দর্শকদের কাছে ভারতীয় নানা ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি বাংলাদেশের চরকিও একটা গুরুত্বপূর্ণ নাম। আর সেই সবটা মাথায় রেখেই বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এ দেশে বেশ কয়েক মাস আগেই এসেছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন কনটেন্ট পৌঁছে গিয়েছে ভারতীয় দর্শকদের ঘরে ঘরে, মনজয় করে নিয়েছে সকলের। আর এবার দুইবাংলার যৌথ প্রযোজনায় বড় পর্দার আসতে চলেছে ২টি সিনেমা।
আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মস এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় বানানো হয়েছে ২টি সিনেমা। তার মধ্যে ৯ ডিসেম্বর একটি ছবির কথা জানানো হয়েছে, আর একটি সিনেমার কথা ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর।
advertisement
advertisement
ফের ছবি তৈরি করছেন রেদওয়ান রনি ফিরছেন তাঁর নতুন ছবি ‘দম’ নিয়ে। এখানে মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরিকে। পরিচালনায় বেশ খানিকটা বিরতির পর আবার ফিরছেন তিনি। পরিচালক বলেন, “সত্যি ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের প্রবল মানসিক শক্তি তাকে যে কোনও ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এই গম্পটাই বলার চেষ্টা করছি।”
advertisement
অন্যদিকে এই সিনেমায় অভিনয় নিয়ে চঞ্চল বলেন, “রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা হল ‘দম’। আমার সবচেয়ে বেশি ভাল লাগছে একই সঙ্গে চরকি, এসভিএফ, আলফা-এর মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এই সিনেমার সঙ্গে আছে। এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন কোনও দিগন্তের সূচনা করবে।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chanchal Chowdhury: 'নতুন দিগন্তের সূচনা...', নয়া সিনেমা 'দম' নিয়ে আবেগঘন চঞ্চল, হঠাৎ এমন কেন বললেন অভিনেতা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement