ঠিক ঐন্দ্রিলার মতো, ২৪ বছরেই চলে গেলেন অভিনেত্রী! হৃদরোগে আক্রান্ত হয়ে নিভে গেল জীবনদীপ
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ঐন্দ্রিলা শর্মার স্মৃতি যেন উসকে দিল এই অভিনেত্রীর মৃত্যু। ঐন্দ্রিলার মতো তাঁরও মাত্র ২৪ বছরেই নিভে গেল জীবন প্রদীপ। প্রয়াত মালয়ালম সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মীকা সজীবন।
আমিরশাহি: আবার তারকা পতন। ঐন্দ্রিলা শর্মার স্মৃতি যেন উসকে দিল এই অভিনেত্রীর মৃত্যু। ঐন্দ্রিলার মতো তাঁরও মাত্র ২৪ বছরেই নিভে গেল জীবন প্রদীপ। প্রয়াত মালয়ালম সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মীকা সজীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, আরব আমিরশাহিরতে একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুতে মালয়ালম বিনোদন জগতে শোকের ছায়া।

লক্ষ্মীকা এককটি মালয়ালম শর্ট ফিল্ম ‘কাক্কা’য় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৪ এপ্রিল ২০২১ সালের ওটিটি প্ল্যাটফর্ম এ মুক্তি পেয়েছিল শর্ট ফিল্মটি। আজু আজিশ পরিচালিত এই শর্ট ফিল্মতে লক্ষ্মীকার চরিত্রের নাম ছিল ‘পঞ্চমী’। তাঁর অভিনীত চরিত্র ‘পঞ্চমী’ দর্শক মহলে সমাদৃত হয়েছিল। পাশাপাশি সমালোচকরাও তাঁর কাজ বেশ পছন্দ করেছেন। ওটিটিতে মুক্তি পাওয়ার পর প্রায় ৬ মিলিয়ন ভিউ পেয়েছিল লক্ষ্মীকা অভিনীত এই শর্ট ফিল্মটি।
advertisement
advertisement
advertisement
তবে শুধু তাঁর ‘পঞ্চমী’ চরিত্রটি নয়, ‘পূজায়াম্মা’ দেবযানীর শিক্ষিকার ভূমিকাতেও তাঁর অভিনয় দেখে সকলে মুগ্ধ হয়েছিলেন। ২০২১ সালে এই ছবিটি মুক্তি পায়। ছবিটির পরিচালক ছিলেন বিজয়েশ মানি। এছাড়াও তিনি ‘পুজয়াম্মা’, ‘পঞ্চভারনাথথা’, ‘সৌদি ভেল্লাক্কা’, ‘উয়ারে’, ‘ওরু কুত্তানাদান ব্লগ’, ‘ওরু ইয়ামান্দান প্রেমকথা’ এবং ‘নিত্যহরিতা নয়াগান’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।
advertisement
আরও পড়ুন: শরীরে ১১টা সার্জারি শাহরুখের! কিন্তু তারপরেও… ভক্তের পোস্টে হঠাৎ বাদশার উত্তর, নেটপাড়ায় হইচই
advertisement
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুন’ ছবিতে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে। এই ছবিটিও প্রশান্ত বি পরিচালনা করেছিলেন। অভিনেত্রীর অনুরাগীরা তাঁর মৃত্যুতে শোকাহত, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তাঁরা। অনুরাগীরা তার শেষ ইনস্টাগ্রাম পোস্টে “শান্তিতে বিশ্রাম” লিখে তাদের সমবেদনা প্রকাশ করছেন। এই ইনস্টাগ্রাম পোস্টটি তিনি করেছিলেন ২ নভেম্বর। ক্যাপশনে লেখা হয়েছে, “আশা, সমস্ত অন্ধকার পেরিয়ে আলোর আসবে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 2:19 PM IST