Shah Rukh Khan: শরীরে ১১টা সার্জারি শাহরুখের! কিন্তু তারপরেও... ভক্তের পোস্টে হঠাৎ বাদশার উত্তর, নেটপাড়ায় হইচই

Last Updated:

একই বছরে পর পর দুটি ব্লকবাস্টার। আর তার ফলে শাহরুখ ভক্তদের উন্মাদনা আরও বেড়েছে ‘ডানকি’র প্রতি। সকলেই আগ্রহী কেমন হবে এই ছবি? তাই কিং খানের প্রতিটা আপডেটের দিকে সবার চোখ, মুখিয়ে নতুন কিছুর জন্য। আর এইসব কিছুর মাঝেই শাহরুখ তাঁর অনুরাগীর তৈরি একটি ভিডিও শেয়ার করে আরও খানিকটা উত্তেজনা বাড়িয়ে দিলেন।

মুম্বই: ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ক্রিসমাসে আসছে বলিউডের বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। একই বছরে পর পর দুটি ব্লকবাস্টার। আর তার ফলে শাহরুখ ভক্তদের উন্মাদনা আরও বেড়েছে ‘ডানকি’র প্রতি। সকলেই আগ্রহী কেমন হবে এই ছবি? তাই কিং খানের প্রতিটা আপডেটের দিকে সবার চোখ, মুখিয়ে নতুন কিছুর জন্য। আর এইসব কিছুর মাঝেই শাহরুখ তাঁর অনুরাগীর তৈরি একটি ভিডিও শেয়ার করে আরও খানিকটা উত্তেজনা বাড়িয়ে দিলেন।
ডানকির নানা ঝলকে প্রত্যেকের সাদামাটা জীবন, দেশ ছেড়ে বিদেশে যাওয়া, অস্তিত্বের লড়াই, সবই যেন এক সূত্রে গেঁথে রেখে দেওয়া হল দর্শকের সামনে। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র প্রেক্ষাপট পঞ্জাব এবং অভিবাসন। তরুণ প্রজন্মের উন্নত জীবনযাত্রার জন্য বিদেশে গিয়ে নতুন জীবন তৈরি আর সেই স্বপ্নপূরণের যাবতীয় ওঠাপড়াই ‘ডানকি’র প্রাণ।
advertisement
advertisement
চলতি বছরে দু’টি ছবিতেই অ্যাকশন হিরোর অবতারে দেখা গিয়েছিল শাহরুখকে। মনে করা হয়েছিল, ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ‘ডানকি’ দিয়েই স্বাদ বদল হবে দর্শকের। কিন্তু এই ছবিতেও থেকে গেল চেনা ফর্মুলা। পর্দায় আরও একবার হাতে বন্দুক তুলে নিলেন শাহরুখ। আরও একবার তাক লাগালেন মারকাটারি দৃশ্যে। তবে শুধুই অ্যাকশন নয়, ‘ডানকি’র পরতে পরতে জড়িয়ে লড়ে যাওয়ার ইচ্ছা, আবেগ।
advertisement
‘ডানকি’ নানা ঝলক নিয়ে যখন এত শোরগোল, তারই মাঝে শাহরুখ এক্স (পূর্বে ট্যুইটার) তাঁর এক ভক্তের বানানো ভিডিও শেয়ার করে নেন। যেখানে দেখা যাচ্ছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর একটি দৃশ্যের সঙ্গে ডানকির একটি দৃশ্য জোড়া হয়েছে। দুটি ভিডিওতেই দেখা গিয়েছে কিং খান একই রকম দেখতে টি-শার্ট পরে ছুটছেন। মূলত ‘দিলওয়ালে দুলহানিয়া…’ প্রসঙ্গ টেনে ওই শাহরুখ অনুরাগী লিখেছেন ‘ এই দুই ছবির মাঝে আমরা বড় হয়ে গেলাম, কিন্তু শাহরুখ আপনি যখন এই দুই সময়কে একই ফ্রেমে দেখবেন তখন আপনার ঠিক কেমন লাগবে সেটাই খুব জানতে ইচ্ছা করছে।’
advertisement
তার প্রত্যুত্তরে অভিনেতা লেখেন, ‘ জীবন মানেই ছুটে চলা, আমি খুব খুশি যে ১১ টা সার্জারির পরও আমি এভাবেই ছুটে যেতে পারছি, আর একই টিশার্টও আমার গায়ে ভাল ভাবে আটছে।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: শরীরে ১১টা সার্জারি শাহরুখের! কিন্তু তারপরেও... ভক্তের পোস্টে হঠাৎ বাদশার উত্তর, নেটপাড়ায় হইচই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement