Parambrata-Piya: ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ
- Written by:Manash Basak
- news18 bangla
- Published by:Sayani Rana
Last Updated:
বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন বিয়ে। কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। পাশাপাশি খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া।
advertisement
advertisement
advertisement
বিয়ের দিনই এক প্রকার রিসেপশনের পার্টি দিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি। গাঢ় নয়, দু'জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। পরমব্রত সেজে উঠেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি এবং নীল রঙের জওহর কোট। অন্যদিকে, নতুন কনে পিয়া তাক লাগিয়েছেন রুপোলি পাড়ের হালকা নীল শাড়ি ও পিচ রঙা ব্লাউজে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
advertisement









