Parambrata-Piya: ঘরোয়া বিয়ে, পেটপুজো রাজকীয়! মাটন থেকে পোলাও, পরম-পিয়ার রিসেপশনে দারুণ ভুরিভোজ

Last Updated:
বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন বিয়ে। কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। পাশাপাশি খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া।
1/6
টলিপাড়ায় ফের বিয়ের সানাই ৷ বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন  বিয়ে। পিয়া পেশায় সমাজকর্মী , পাশাপাশি তিনি একজন সুগায়িকা । ছবিঃ সোশ্যাল মিডিয়া
টলিপাড়ায় ফের বিয়ের সানাই ৷ বছর শেষে বিয়ের মরশুমে টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্ত্তী সারলেন  বিয়ে। পিয়া পেশায় সমাজকর্মী , পাশাপাশি তিনি একজন সুগায়িকা । ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
2/6
তাঁর আর একটি পরিচয় হল তিনি সুরকার ও গায়ক অনুপম রায়ের স্ত্রী। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, ২০২১ সালে বিচ্ছেদ হয়। জীবনে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া
তাঁর আর একটি পরিচয় হল তিনি সুরকার ও গায়ক অনুপম রায়ের স্ত্রী। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, ২০২১ সালে বিচ্ছেদ হয়। জীবনে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
3/6
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সোমবার দুপুরে পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করলেন পরম-পিয়া। ছবিঃ সোশ্যাল মিডিয়া
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সোমবার দুপুরে পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করলেন পরম-পিয়া। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
4/6
বিয়ের দিনই এক প্রকার রিসেপশনের পার্টি দিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি। গাঢ় নয়, দু'জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। পরমব্রত সেজে উঠেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি এবং নীল রঙের জওহর কোট। অন্যদিকে, নতুন কনে পিয়া তাক লাগিয়েছেন রুপোলি পাড়ের হালকা নীল শাড়ি ও পিচ রঙা ব্লাউজে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। ছবিঃ সোশ্যাল মিডিয়া
বিয়ের দিনই এক প্রকার রিসেপশনের পার্টি দিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি। গাঢ় নয়, দু'জনেই বেছে নিয়েছিলেন হালকা রঙ। পরমব্রত সেজে উঠেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি এবং নীল রঙের জওহর কোট। অন্যদিকে, নতুন কনে পিয়া তাক লাগিয়েছেন রুপোলি পাড়ের হালকা নীল শাড়ি ও পিচ রঙা ব্লাউজে। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
5/6
কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। আলোকবৃত্ত থেকে দূরে নিজেদের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন তাঁরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া
কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন নবদম্পতি। আলোকবৃত্ত থেকে দূরে নিজেদের মতো করে বিশেষ দিনটি উদযাপন করলেন তাঁরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
6/6
পাশাপাশি পার্টির খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মেন্যুতে ছিল ফ্রিশফ্রাই, স্যালাড, কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, পোলাও, মাটন ডাকবাংলো, সন্দেশ।। ছবিঃ সোশ্যাল মিডিয়া
পাশাপাশি পার্টির খাবারেও ছিল দারুণ চমক। রাতের পার্টির মেন্যুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মেন্যুতে ছিল ফ্রিশফ্রাই, স্যালাড, কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, পোলাও, মাটন ডাকবাংলো, সন্দেশ।। ছবিঃ সোশ্যাল মিডিয়া
advertisement
advertisement
advertisement