Amitabh Bachchan: 'তোমার শেষ কাজ দেখে...' 'অ্যানিম্যাল'-এ রশ্মিকার কাজ দেখে এ কী বললেন অমিতাভ! শোরগোল নেটপাড়ায়

Last Updated:
সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। এই ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্কও। পাশাপাশি সমালোচিত হয়েছে রশ্মিকা মন্দনার অভিনয়ও। তবে এই সব কিছুর মাঝে অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি ১৫-তে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন।
1/6
সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। এই ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্কও। পাশাপাশি সমালোচিত হয়েছে রশ্মিকা মন্দনার অভিনয়ও। তবে এই সব কিছুর মাঝে অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি ১৫-তে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। এই ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্কও। পাশাপাশি সমালোচিত হয়েছে রশ্মিকা মন্দনার অভিনয়ও। তবে এই সব কিছুর মাঝে অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি ১৫-তে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন।
advertisement
2/6
তবে এই বিষয়টির শুরু 'কৌন বনেগা ক্রোড়পতি ১৫'-র মঞ্চ থেকে। সেখানে মহারাষ্ট্রের নান্দেডের প্রমোদ ভাস্কে প্লে অ্যালং প্রতিযোগী হিসেবে এসেছিলেন। প্রমোদ জানান, খাদ্য প্রযুক্তিতে বি. টেক শেষ করে তিনি একটি জাতীয়করণকৃত ব্যাঙ্কে কৃষিক্ষেত্র কর্মকর্তা হিসেবে কাজ করতে চান।
তবে এই বিষয়টির শুরু 'কৌন বনেগা ক্রোড়পতি ১৫'-র মঞ্চ থেকে। সেখানে মহারাষ্ট্রের নান্দেডের প্রমোদ ভাস্কে প্লে অ্যালং প্রতিযোগী হিসেবে এসেছিলেন। প্রমোদ জানান, খাদ্য প্রযুক্তিতে বি. টেক শেষ করে তিনি একটি জাতীয়করণকৃত ব্যাঙ্কে কৃষিক্ষেত্র কর্মকর্তা হিসেবে কাজ করতে চান।
advertisement
3/6
পাশাপাশি তিনি বলেন, '‘আমি গান শুনতে ভালোবাসি, সিনেমা দেখতেও খুব পছন্দ করি। আমি রশ্মিকা মন্দানার বিরাট বড় ভক্ত।'
পাশাপাশি তিনি বলেন, '‘আমি গান শুনতে ভালোবাসি, সিনেমা দেখতেও খুব পছন্দ করি। আমি রশ্মিকা মন্দানার বিরাট বড় ভক্ত।'
advertisement
4/6
তিনি আরও বলেন, ‘উনি আমাকে সোশ্যাল মিডিয়ায় তিনবার রিপ্লাই করেছিলেন। আমার চেয়ে ওঁর বড় ভক্ত আর কেউ হতে পারে না। এমনকি আমি তাকে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলাম এবং তিনি তাঁরও উত্তর দিয়েছিল’।
তিনি আরও বলেন, ‘উনি আমাকে সোশ্যাল মিডিয়ায় তিনবার রিপ্লাই করেছিলেন। আমার চেয়ে ওঁর বড় ভক্ত আর কেউ হতে পারে না। এমনকি আমি তাকে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলাম এবং তিনি তাঁরও উত্তর দিয়েছিল’।
advertisement
5/6
খেলায় ১২,৫০,০০০ টাকা জিতে যাওয়ার পর, বিগ বি প্রমোদের ইচ্ছেপূরণ করেন। রশ্মিকার সঙ্গে তাঁর দেখা করার ইচ্ছে বহুদিনের। অবশেষে অমিতাভ তাঁকে অভিনেত্রীর সঙ্গে একটি ভিডিও কলে মাধ্যমে দেখা করিয়ে দেন। রশ্মিকা ওই প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে দেখা করার আশ্বাসও দেন।
খেলায় ১২,৫০,০০০ টাকা জিতে যাওয়ার পর, বিগ বি প্রমোদের ইচ্ছেপূরণ করেন। রশ্মিকার সঙ্গে তাঁর দেখা করার ইচ্ছে বহুদিনের। অবশেষে অমিতাভ তাঁকে অভিনেত্রীর সঙ্গে একটি ভিডিও কলে মাধ্যমে দেখা করিয়ে দেন। রশ্মিকা ওই প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে দেখা করার আশ্বাসও দেন।
advertisement
6/6
আর এই ভিডিও কল চলাকালীন অ্যানিম্যাল ছবিতে রশ্মিকার অভিনয়ে জন্য তাঁকে প্রশংসাও ভরিয়ে দেন বিগ বি। অমিতাভ বলেন, ‘তোমাদের অনেক শুভেচ্ছা। তোমার শেষ কাজ দেখে আমি অবাক। 'অ্যানিম্যাল'-এ তোমার অভিনয় আমার দারুণ লেগেছে। একদিন আমরা এ বিষয়ে বসে কথা বলব।'
আর এই ভিডিও কল চলাকালীন অ্যানিম্যাল ছবিতে রশ্মিকার অভিনয়ে জন্য তাঁকে প্রশংসাও ভরিয়ে দেন বিগ বি। অমিতাভ বলেন, ‘তোমাদের অনেক শুভেচ্ছা। তোমার শেষ কাজ দেখে আমি অবাক। 'অ্যানিম্যাল'-এ তোমার অভিনয় আমার দারুণ লেগেছে। একদিন আমরা এ বিষয়ে বসে কথা বলব।'
advertisement
advertisement
advertisement