প্রকাশ্যে ‘বাজিরাও মস্তানি’-র পোস্টার !

Last Updated:

সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র প্রথম পোস্টার! তবে শুধু ট্রেলার বা পোস্টার নয়, বনশালির ‘বাজিরাও মস্তানি’ নিয়ে গুঞ্জন শুরু বহু আগে থেকেই৷ সেই ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় থেকে এই ছবির চিত্রনাট্য লিখছিলেন নাকি সঞ্জয়৷

#মুম্বই: কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ছবির ট্রেলার৷ আর এবার সামনে এল সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র প্রথম পোস্টার! তবে শুধু ট্রেলার বা পোস্টার নয়, বনশালির ‘বাজিরাও মস্তানি’ নিয়ে গুঞ্জন শুরু বহু আগে থেকেই৷ সেই  ‘হাম দিল দে চুকে সনম’-এর সময় থেকে এই ছবির চিত্রনাট্য লিখছিলেন নাকি সঞ্জয়৷ ইচ্ছে ছিল, সলমন ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়েই করবেন ছবি৷ তখন অবশ্য ঐশ্বর্য  ছিলেন রাই, জুনিয়ার বচ্চন তো দূর অস্ত তখন৷ কিন্তু সল্লু ও অ্যাশ প্রেম কাণ্ডের ফাঁদে পড়ে তখন সে ছবি করা হয়ে উঠল না বনশালির ৷ এখানেই শেষ নয়, ‘বাজিরাও মস্তানি’র পিছু ছাড়ল না বির্তক৷ প্রথমে সলমন সরলেন ছবি থেকে, তারপর রণবীর কাপুর ও করিনা কাপুরও৷ সুশান্ত সিং রাজপুতকেও অফার দিয়েছিলেন বনশালি৷ তবে শেষমেশ, বলিউডের নতুন প্রেমিক জুটি দীপিকা ও রণবীর সিং এলেন লাইনে৷ ‘রামলীলা’র সাফল্যের পর ফের সঞ্জয়ের ছবিতে জুটি বাঁধলেন দীপিকা-রণবীর৷ সঙ্গে পিগি চপস প্রিয়াঙ্কা চোপড়া৷ স্টার কাস্ট জমে ক্ষীর৷
CS9skBPVEAAGPVt সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’র প্রথম পোস্টার
‘বাজিরাও’ সুলতানের প্রেম কাহিনীকে নিজের জল্পনা-কল্পনাতে এনেই ‘বাজিরাও মস্তানি’র চিত্রনাট্য লিখেছেন সঞ্জয়৷ ছবিতে ‘বাজিরাও’ রণবীর আর তাঁর দুই মস্তানি দীপিকা ও প্রিয়াঙ্কা৷ ছবির প্রথমন পোস্টারে ফুটে উঠল রণবীরের সেই বাজিরাও রূপ৷ ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর৷  একই দিনে আবার বড় পর্দায় আসতে চলেছে শাহরুখ কাজলের বহু প্রতীক্ষিত "দিলওয়ালে"৷ বড় পর্দায় এই লড়াইয়ে শেষ হাসিটি কে হাসবেন সেটা কেবলই সময়ের অপেক্ষা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে ‘বাজিরাও মস্তানি’-র পোস্টার !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement