শোয়ের মাঝে শ্লীলতাহানি, প্রতিবাদে গান থামালেন আতিফ আসলাম
Last Updated:
পাকিস্তানি গায়ক আতিফ আসলাম প্রতিবাদ করলেন শ্লীলতাহানির বিরুদ্ধে ৷ গান থামিয়ে সোজাসুজি অভিযুক্তদের দিকে চড়াও
#করাচি: পাকিস্তানি গায়ক আতিফ আসলাম প্রতিবাদ করলেন শ্লীলতাহানির বিরুদ্ধে ৷ গান থামিয়ে সোজাসুজি অভিযুক্তদের দিকে চড়াও হলেন আতিফ ৷ অভিযুক্তদের বললেন, ‘মানুষের হয় আগে ! ’
ঘটনাটা সম্প্রতি ঘটেছে করাচিতে হওয়া আতিফ আসলামের এক কনসার্টে ৷ নিশ্চিন্ত মতেই গান গাইছিলেন আতিফ৷ আতিফের গানে দর্শকের আসনে থাকা আতিফ ফ্যানেরা নেচে উঠেছিলেন ৷ হঠাৎই ঘটল বিপত্তি ৷ আতিফ লক্ষ্য করলেন স্টেজের সামনে বসে থাকা কয়েকজন ছেলে একটি মেয়েকে বিরক্ত করছে ৷ এই দৃশ্য দেখামাত্রই আতিফ প্রতিবাদ করলেন৷ থামালেন গান ৷ সোজা হাজির হলেন ছেলেগুলোর কাছে ৷ আতিফ তাঁদের উদ্দ্যেশে বললেন, ‘মেয়েদের সম্মান দিতে শেখ ৷ এখানে তোমার বাড়ির মা, বোনেরাও থাকতে পারত৷ মানুষ হও আগে ৷’
advertisement
শুধু এখানেই শেষ নয়, আতিফ মেয়েটিকে স্টেজে উঠিয়ে নিয়ে আসলেন ৷ অনুষ্ঠানের অরগানাইজারদের জানালেন, মেয়েটির জন্য আলাদা বসার ব্যবস্থা করতে ৷ আতিফের এই প্রতিবাদের ছবি ফেসবুকে শেয়ার করেছেন অনুষ্ঠানের অরগানাইজাররা ৷ যেখানে উঠে এসেছে আতিফের প্রতিবাদের চিত্র ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2017 2:05 PM IST