Arjun Kapoor Falt Sell: অর্জুন কাপুরের নতুন বাড়ি! বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করলেন 16 কোটি টাকায়
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Arjun Kapoor Falt Sell: এইচটি অনুসারে অভিনেতা ১৬কোটি টাকায় ৪৩৬৪বর্গফুটের সেই ফ্ল্যাটটি বিক্রি করেছেন।
অর্জুন কাপুর সম্প্রতি মালাইকা অরোরার বাড়ির কাছে একটি ৪কামরার ফ্ল্যাট কিনেছেন। যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন এতদিন, বিক্রি করেছেন বলে জানা গেছে। অর্জুন গত বছর বান্দ্রা পশ্চিমের ৮১ আউরেট ভবনে ২০কোটি টাকার একটি সম্পত্তি কিনেছিলেন। এইচটি অনুসারে অভিনেতা ১৬কোটি টাকায় ৪৩৬৪বর্গফুটের সেই ফ্ল্যাটটি বিক্রি করেছেন।
প্রাপ্ত নথি অনুসারে বিক্রির দলিলটিতে ১৯মে তারিখ লেখা ছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির নথিতে স্বাক্ষর করেছেন। যদিও অর্জুন বর্তমানে জুহুর রাহেজা অর্কিডে থাকেন। মালাইকা ৮১ অরিয়েট বিল্ডিং-এ একটি ফ্ল্যাটের মালিক। মালাইকা ছাড়াও করণ কুন্দ্রা এবং সোনাক্ষী সিনহার মতো তারকারাও এই ফ্ল্যাটেই থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের পরবর্তী বড় নাম: বিজয় দেবেরকোন্ডা! পুরী জগন্নাধ 'লাইগার'-এর ট্রেলর লঞ্চে এসে আবেগে ভাসলেন
প্রসঙ্গত, অর্জুন কাপুর মোহিত সুরির অ্যাকশন থ্রিলার 'এক ভিলেন রিটার্নস'-এ অভিনয় করছে। যেখানে জন আব্রাহাম, দিশা পাটানি এবং তারা সুতারিয়াও অভিনয় করেছেন। পাশাপাশি হাতে রয়েছে 'কুট্টে'ও, যা পরিচালনা করেছেন আসমান ভরদ্বাজ। এতে অভিনয় করেছেন রাধিকা মদন, টাবু এবং নাসিরুদ্দিন শাহ। অজয় বাহলের 'দ্য লেডি কিলার'-এ ভূমি পেডনেকারের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 3:04 PM IST