অরিজিৎ সিং-এর বোন অমৃতা গান গেয়েছেন 'বিসমিল্লা'ছবিতে! তাঁর মন ছোঁয়া কন্ঠে বুঁদ সবাই

Last Updated:

Arijit Singh's Sister: তিনিও কিন্তু কোনও অংশে কম যান না, তিনিও... বাংলা থেকে বলিউড একাধিক প্লেব্যাক গান রয়েছে তাঁর ঝুলিতে...

#কলকাতা: গায়ক অরিজিৎ সিং। যাকে একনামে সবাই চেনে। গানের জাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে নিজের কণ্ঠস্বরের যাদুতে আজ তিনি পৌঁছে গিয়েছেন মুম্বাই থেকে বিশ্ব। মুর্শিদাবাদের এই ছেলেটি এত বড় সেলিব্রেটি হয়ে উঠলেও তার মধ্যে সেলিব্রেটি সুলভ আচরণ সেই ভাবে দেখা যায় না বললেই চলে। বরং তিনি সবসময় মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেণ। যে কারণে তাঁকে তার অনুরাগীরা মাটির ছেলে বলেই সম্মোধিত করে থাকেন। তবে এইবার আলাপ করুন অরিজিৎ সিং-এর বোন এক সঙ্গে। তিনিও কিন্তু কোনও অংশে কম যান না, তিনিও... বাংলা থেকে বলিউড একাধিক প্লেব্যাক গান রয়েছে তাঁর ঝুলিতে।
কে এই অরিজিৎ-সিং এর বোন?
অরিজিৎ-এর মতোই সুকন্ঠী অমৃতা সিং মজুমদার। অরিন্দমের হাত ধরে বাংলা প্লে-ব্যাকের দুনিয়ায় বছর চারেক আগেই পা রেখেছিলেন অমৃতা, ‘জেনারেশন আমি’ ছবিতে গান গেয়েছিলেন। এরপর দাদার সঙ্গে ‘পাগলেট’-এর মতো বলিউড ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অমৃতার নতুন গান। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে সুরেই তৈরি করেছেন তাঁর নতুন ছবি 'বিসমিল্লা'। ছবিতে সুর দিয়েছেন খোদ ইন্দ্রদীপ। কথা দিয়েছেন শ্রীজাত এবং ঋতম সেন। গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী, অদিতি মুন্সী, সৌম্যদীর মুর্শিদাবাদি, রূপঙ্কর বাগচী, শোভন মজুমদার, দেবশ্রী মুখোপাধ্যায়, অমৃতা সিং এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায়। অমৃতার গলায় ছবির ‘তোমাকে দেখেনি’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছে।
advertisement
advertisement
গত রবিবার সারেগামাপা-র মঞ্চে হাজির হয়েছিলেন অরিজিতের বোন। সঙ্গে বিসমিল্লাহ পরিবারের সদস্যরা। নীল রঙা শাড়িতে ঝলমল করলেন অমৃতা। মঞ্চে গানও গাইলেন। অমৃতার মন ছোঁয়া কন্ঠে বুঁদ সব্বাই।
advertisement
অমৃতাকে সকলে আদর করে ডাকে সোনামণি বলে। এদিন সোনামণি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেই ফেললেন, ‘ওদের পরিবারের উপর ভগবানের একটা আর্শীবাদ আছে। দাদা আর বোন যখনই গাইবে, লোকে শুনবে, দাদা অরিজিৎ সিং আর বোন অমৃতা সিংকে’।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অরিজিৎ সিং-এর বোন অমৃতা গান গেয়েছেন 'বিসমিল্লা'ছবিতে! তাঁর মন ছোঁয়া কন্ঠে বুঁদ সবাই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement