শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে রাজর্ষি দে'র 'আবার কাঞ্চনজঙ্ঘা' 

Last Updated:

Abar Kanchanjangha: বিশিষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জানাতেই পরিচালক রাজর্ষি দে "আবার কাঞ্চনজঙ্ঘা" তৈরি করেছিলেন...

#কলকাতা: শিকাগো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল দেখানো হবে "আবার কাঞ্চনজঙ্ঘা"। পরিচালক রাজর্ষিদের এই ছবি অগাস্টের শেষে প্রদর্শিত হতে চলেছে  শিকাগোর জনপ্রিয় চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, আগামী মাসে ত্রিশূর ইন্টারন্য়াশনাল ফিল্ম ফেস্টিভ্য়ালেও "আবার কাঞ্চনজঙ্ঘা" দেখানোর কথা।
ইতিমধ্যেই "আবার কাঞ্চনজঙ্ঘা"র ঝুলিতে জুটেছে বেশ কিছু পুরস্কার। ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়ালেও ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে "আবার কাঞ্চনজঙ্ঘা"। সেই সঙ্গে আমেরিকায় এন এ বি সি তে শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার। সুতরাং, বিভিন্ন নামিদামি ফেস্টিভ্যালে স্থান পাওয়ার পাশাপাশি কলাকুশলীদের পুরস্কার উদ্বুদ্ধ করেছে পরিচালক রাজর্ষি দে'কে। তাঁর কথায়, "আবার কাঞ্চনজঙ্ঘা আমার ড্রিম প্রজেক্ট গুলোর এর মধ্যে একটি ছিল। এদেশে দর্শকদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি বিদেশেও যে আবার কাঞ্চনজঙ্ঘা কে দর্শকরা গ্রহণ করেছে এবং সেই সঙ্গে শিল্পীরা পুরস্কৃত হচ্ছেন দেখে আমি সত্যিই আপ্লুত। ছবিটিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যক মানুষের কাছে  পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।"
advertisement
advertisement
বিশিষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জানাতেই পরিচালক রাজর্ষি দে "আবার কাঞ্চনজঙ্ঘা" তৈরি করেছিলেন। ১৯৬২ সালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা  মুক্তি পেয়েছিল এবং সেই স্মৃতি উস্কে দিতে রাজর্ষির এই প্রয়াস। একগুচ্ছ তারকাকে এক ছাদের তলায় এনে উত্তরবঙ্গের নৈসর্গিক পরিবেশে ছবির শুটিং করেছিলেন তিনি। ছবিতে তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, রূপঙ্কর বাগচী, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রিয় মুখ ছিলেন।
advertisement
পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো বড়দিনের ছুটিতে মেটানো যায় কিনা তাই নিয়েই এগিয়ে চলে ছবিটার গল্প। ক্লাইমেক্সে রয়েছে এমন এক চমক যা দর্শকেদের আবেগকে ছুঁয়ে যায়।
advertisement
শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে রাজর্ষিদের "আবার কাঞ্চনজঙ্ঘা"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে রাজর্ষি দে'র 'আবার কাঞ্চনজঙ্ঘা' 
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement