Arijit Singh Concert : অরিজিত সিংয়ের কনসার্টে হঠাৎ লাইট বন্ধ! বাধ্য হয়ে নেমে গেলেন কিংবদন্তি গায়ক! পিছনে রয়েছে বড় একটা কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Arijit Singh- জানা যাচ্ছে, অরিজিতের কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত সময় অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্টেডিয়াম ভর্তি শ্রোতার মাঝে অরিজিৎ সাইয়ারা গাইছেন। দর্শকরা কন্ঠ মেলাচ্ছেন। কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়।
কলকাতা: ভারতীয় সঙ্গীতের জনপ্রিয় মুখ তিনি। সেই অরিজিৎ সিংয়ের শো-তেই কি না এমন কাণ্ড! টেলর সুইফটকে পিছনে ফেলে স্পটিফাইতে সর্বাধিক অনুসরণকারী শিল্পীর মর্যাদা অর্জন করেছেন বাংলার গায়ক। তবে লন্ডনের কনসার্টে সেই তাঁর শো-তেই কি না বিদ্যুৎ-বিভ্রাট!
সম্প্রতি লন্ডনে একটি কনসার্ট ছিল অরিজিতের। তখনই সাইয়ারা গানের একটি নতুন সংস্করণ পরিবেশন করে দর্শকদের চমকে দেন তিন। গানটি গেয়েছেন ফাহিম আবদুল্লাহ। আর সেই গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, গান চলার মাঝপথেই হঠাৎ মঞ্চের আলো নিভে যায়। শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যায়। হতভম্ব দর্শকরা ধীরে ধীরে ভেন্যু ছেড়ে বেরিয়ে যান। কেউই আরিজিতের বিদায় সম্ভাষণও শুনতে পাননি।
advertisement
জানা যাচ্ছে, অরিজিতের কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত সময় অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্টেডিয়াম ভর্তি শ্রোতার মাঝে অরিজিৎ সাইয়ারা গাইছেন। দর্শকরা কন্ঠ মেলাচ্ছেন। কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। তখন ভক্তদের মধ্য়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন- বিগ বস হাউজে চোখের জলে ভাসলেন সলমন খান, কুণিকার ছেলে আয়ানের কথায় কাঁদলেন সকলে
অরিজিৎ সিংয়ের ফ্যান ক্লাব-সহ বহু জায়গা থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। জানানো হয়েছে, কারফিউ ভাঙার কারণে লন্ডন স্টেডিয়াম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর তাই অরিজিৎ সিং গান শেষ না করেই থেমে যেতে বাধ্য হন।
advertisement
অনেকের দাবি, আকস্মিকভাবে আলো-শব্দ বন্ধ হয়ে যাওয়া তাঁদের সুন্দর অভিজ্ঞতাকে নষ্ট করে দিল। আবার কিছু মানুষ কর্তৃপক্ষের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। তাঁদের যুক্তি, লন্ডনের স্টেডিয়ামে রাতের কঠোর কারফিউ নিয়ম দীর্ঘদিনের প্রচলন। সেটা পালন করা ভেন্যুর কর্তৃপক্ষের দায়িত্ব। তাই আরিজিত সিং যতই জনপ্রিয় হোক না কেন, নিয়ম অমান্য করার সাধ্য কারও নেই।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 11:59 PM IST