Arijit Singh Net Property: হঠাৎ অবসর ঘোষণা! কত পারিশ্রমিক নিতেন অরিজিৎ, শিল্পীর মোট সম্পত্তির পরিমাণ জানেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১২ সালে বলিউডে 'এজেন্ট বিনোদ' ছবিতে প্রথম গান গেয়েছিলেন অরিজিৎ৷ প্রীতমের সুরে 'রবতা' গানটি গেয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি৷
ভক্ত এবং সঙ্গীত জগৎকে হতবাক করে দিয়ে সিনেমায় গান গাওয়া থেকে অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং৷ সমাজমাধ্যমে পোস্ট করে তিনি নিজেই একটি আবেগঘন পোস্ট এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
গায়ক হিসেবে নিজের যাত্রাকে অসাধারণ হিসেবে ব্যাখ্যা করে অরিজিৎ জানিয়েছেন, সিনেমায় নতুন করে গান গাওয়ার জন্য নতুন কোনও কাজ তিনি আর হাতে নেবেন না৷ অরিজিতের আচমকা এই সিদ্ধান্তের পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়েই ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে৷
অরিজিৎ সিং-এর অসামান্য প্রতিভাই তাঁকে বর্তমানে বলিউডের অন্যতম সর্বোচ্চ উপার্জনকারী গায়কের জায়গায় নিয়ে গিয়েছে৷ সিয়াসত পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ ৪১৪ কোটি৷
advertisement
advertisement
বিভিন্ন রিপোর্টে প্রকাশ, এক একটি গান রেকর্ড করতে অরিজিৎ সিং ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন৷ লাইভ শো অথবা কনসার্টের জন্য তাঁর পারিশ্রমিক ৫০ লক্ষ থেকে ১.৫ কোটি টাকার মধ্যে থাকে৷
২০১২ সালে বলিউডে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে প্রথম গান গেয়েছিলেন অরিজিৎ৷ প্রীতমের সুরে ‘রবতা’ গানটি গেয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি৷
advertisement
যদিও অরিজিৎকে জনপ্রিয়তা আকাশচুম্বী হয় ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবিতে ‘তুম হি হো’ গানটি গাওয়ার পর৷ ওই একটি গানের পর অরিজিৎকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷
এর পরের এক দশকেরও বেশি সময় অরিজিৎ বলিউডে ভিন্ন ভিন্ন স্বাদের একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের৷ তার মধ্যে রয়েছে ‘চন্না মেরেয়া’, ‘অগর তুম সাথ হো’, ‘গেরুয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কেশরিয়া’-র মতো অসংখ্য হিট গান৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 11:16 PM IST











