‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’-এ মারকাটারি অ্যাকশন, কাঁপাতে আসছেন আরফিন শুভ

Last Updated:

মারকাটারি অ্যাকশনে কাঁপিয়ে দেবেন শুভ, এমনটাই দাবি  প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার-এর

#ঢাকা: আসছে বহুল প্রতীক্ষিত 'মিশন এক্সট্রিম'-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’, কেন্দ্রীয় চরিত্রে আরফিন শুভ। মারকাটারি অ্যাকশনে কাঁপিয়ে দেবেন শুভ, এমনটাই দাবি  প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার-এর। অক্টোবরে মাঝামাঝি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সানী সানোয়ার বলেন, ‘ আগেই ঠিক ছিল অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।  আমাদের বেশ কিছু সিনেমা মুক্তি পাবে সেপ্টেম্বর-অক্টোবরে, সে কারণে এখনও মুক্তির তারিখ চূড়ান্ত করিনি। সবার সঙ্গে আলোচনা করেই তারিখ ঘোষণা করব , যাতে কোনও সিনেমার ক্ষতি না হয়।’
advertisement
advertisement
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অ্যাকশনে চমক থাকবে। জুনের শেষে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্টলুক। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন দুই পরিচালক।
advertisement
‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর । ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্ব।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’-এ মারকাটারি অ্যাকশন, কাঁপাতে আসছেন আরফিন শুভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement