AR Rahman Uses AI: অবিশ্বাস্য! প্রয়াত শিল্পীদের দিয়ে গান গাওয়ালেন রহমান? সুরকারের নতুন গান আলোড়ন ফেলল দেশে

Last Updated:

AR Rahman uses AI: রহমান জানালেন, “তাঁদের পরিবারের কাছ থেকেও আমরা অনুমতি নিয়েছি। আর তাঁদের কণ্ঠস্বরের অ্যালগরিদম ব্যবহার করার জন্য যোগ্য পারিশ্রমিকও পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

এআর রহমান
এআর রহমান
চেন্নাই: সঙ্গীতের প্রসঙ্গ উঠলে সেরার সেরা হিসেবে বারবার নিজেকে প্রমাণ করে গিয়েছেন এআর রহমান। এবার তাঁর উদ্যোগে ভারতীয় সঙ্গীত জগতের খোলনলচেই যেন বদলে যেতে চলেছে। কিন্তু কীভাবে? রজনীকান্তের আসন্ন ‘লাল সালাম’ ছবির জন্য প্রয়াত সঙ্গীতশিল্পী বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বরকে পুনরুজ্জীবিত করবেন এআর রহমান। আর সেটা তিনি করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে।
advertisement
গত ২৯ জানুয়ারি অর্থাৎ সোমবার সোনি মিউজিক সাউথ এই ঘোষণা করেছে। মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বে ট্যুইটার)-এ নিজস্ব হ্যান্ডেলে তারা এই খবর জানিয়েছে। সেই সঙ্গে তারা এ-ও বলেছে যে, এই প্রথম বারের জন্য ইন্ডাস্ট্রির প্রয়াত কোনও কিংবদন্তির কণ্ঠস্বরকে জীবিত করে তোলা হবে।
advertisement
এরপরেই এআর রহমান ওই প্ল্যাটফর্মে নিজের হ্যান্ডেলে লেখেন, “তাঁদের পরিবারের কাছ থেকেও আমরা অনুমতি নিয়েছি। আর তাঁদের কণ্ঠস্বরের অ্যালগরিদম ব্যবহার করার জন্য যোগ্য পারিশ্রমিকও পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে… প্রযুক্তি কোনও হুমকি কিংবা উপদ্রব নয়, যদি সেটা আমরা সঠিক ভাবে ব্যবহার করি… শ্রদ্ধা এবং নস্টালজিয়া।”
advertisement
ঐশ্বর্য রজনীকান্ত পরিচালিত ‘লাল সালাম’ দুর্দান্ত আকর্ষণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদান করবে ভক্তদের। আর ছবির কাস্টও দুর্দান্ত। মুখ্য ভূমিকায় রয়েছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। এক্সটেন্ডেড ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে। সেই সঙ্গে ছবিতে দেখা যাবে ভিগনেশ, লিভিঙ্গস্টোন, সেন্থিল, জীবিথা, কেএস রবিকুমার এবং অন্যান্যরা।
লাইকা প্রোডাকশনের আওতায় সুবাসকরণ আল্লিরাজাহ প্রযোজিত ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কিংবদন্তি এআর রহমান। ছবির গল্প লিখেছেন বিষ্ণু রঙ্গাসামি। চিত্রনাট্য লিখেছেন ঐশ্বর্য রজনীকান্ত। এমনকী এ-ও শোনা যাচ্ছে, এই ছবিতে ক্রিকেট কিংবদন্তি কপিল দেবের ক্যামিও অ্যাপিয়ারেন্স থাকতে চলেছে। ‘লাল সালাম’ ছবির ডিস্ট্রিবিউশন রাইটস পেয়েছেন অভিনেতা তথা রাজনীতিবিদ উধয়ানিধি স্ট্যালিনের হোম ব্যানার রেড জায়ান্ট মুভিজ। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম – মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
AR Rahman Uses AI: অবিশ্বাস্য! প্রয়াত শিল্পীদের দিয়ে গান গাওয়ালেন রহমান? সুরকারের নতুন গান আলোড়ন ফেলল দেশে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement