Aparajito: 'অপরাজিত'-তে হেঁটে গেলেন সাহানা বাজপেয়ি ও তাঁর মেয়ে! স্বামীর মুখে সংলাপ! পরিবার নিয়ে অভিনয়ে গায়িকা!

Last Updated:

Aparajito: অনিক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'-তে মেয়ে ও স্বামীকে নিয়ে অভিনয় করলেন সাহানা বাজপেয়ি! চিনিয়ে দিলেন চরিত্রদের!

#কলকাতা: 'অপরাজিত' মুক্তি পেয়েছে বড় পর্দায়। অনীক দত্ত পরিচালিত এই ছবিতে উঠে এসেছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি নির্মাণের নেপথ্যের অংশ। যার নাম ছবিতে 'পথের পদাবলী'। অপরাজিত-তে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। তাঁর ফার্স্ট লুকই বেশ অবাক করেছিল দর্শকদের। হাতে সিগারেট ধরার ধরণ, ক্যামেরায় চোখ রাখা সব দেখেই সকলের মনে পড়েছে সত্যজিৎ রায়ের কথা। এই ছবিতে অনেকেই অভিনয় করেছেন। তবে গায়িকা সাহানা বাজপেয়ি এই ছবিতে অভিনয় করেছেন! তবে একা নন বিদেশি স্বামী ও কন্যাকে নিয়েই অভিনয় করেছেন তিনি।
অনেকেই ইতিমধ্যে এই ছবি হলে গিয়ে দেখে ফেলেছেন। তবে সাহানাকে চিনতে পেরেছেন কী? খুব ছোট্ট হলেও অনিক দত্ত পরিচালিত 'অপরাজিত'-তে দেখা গিয়েছে তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অর্থাৎ ফেসবুকে 'অপরাজিত'র ছবি শেয়ার করে চমকে দেওয়ার মতো খবর জানালেন সাহানা। সাহানা লেখেন, " অনিক দত্তর “অপরাজিত” ছবিতে আমি, রোহিণী আর রোহিণীর বাবা সকলেই আছি। রোহিণীর বাবার সংলাপ আছে। আমি আর রোহিণী জনৈক, হেঁটে চলে যাওয়া ছাড়া আর কোন কাজ নেই! ছবিটা দেখে আসুন। নানা মুনির নানা মতের মধ্যেও বেশিরভাগটাই প্রশংসা।" সত্যিই এই ছবির প্রশংসায় মেতেছেন সকলে। তবে সাহানার গোটা পরিবার নিয়ে অভিনয় করার খবরে ভক্তরা জানিয়েছেন শুভেচ্ছা।
advertisement
advertisement
'অপরাজিত' ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ছবিটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সত্যজিৎ রায়ের ছেলে তথা পরিচালক সন্দীপ রায়ও। অনীক দত্ত নিজে জেনেছেন সন্দীপ রায়ের প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে বহু মানুষ প্রশংসা করছেন এই ছবির। টলিউডের তারকারাও প্রশংসায় মেতেছেন। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সকলেই প্রশংসা করেছেন এই ছবির। সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করা স্বামী জিতু কমলকে নিয়ে প্রশংসায় মেতেছেন স্ত্রী নবনীতাও! তবে এই ছবি সব হলে মুক্তি পাইনি। আর ঠিক এই বিষয় নিয়েই এবার সোশ্যাল মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন! এমন বহু ভাল ছবিই সব হলে মুক্তি পায় না! কিসের এই বৈষম্য? প্রশ্ন তো থেকেই যায়!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajito: 'অপরাজিত'-তে হেঁটে গেলেন সাহানা বাজপেয়ি ও তাঁর মেয়ে! স্বামীর মুখে সংলাপ! পরিবার নিয়ে অভিনয়ে গায়িকা!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement