Aparajito: 'অপরাজিত ভাল বা খারাপ লাগলেও বলুন, অনীকদা ব্লক করবেন না', কী বলছেন তথাগত
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Aparajto: ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল।
#কলকাতা: অনীক দত্ত পরিচালিত অপরাজিত মুক্তি পেয়েছে বড় পর্দায়। ছবিটি ঘিরে মানুষের উত্তেজনা তুঙ্গে। ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকেই লিখেছেন। অভিনেতা তথা পরিচালত তথাগত মুখোপাধ্যায়ও এই বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তথাগত লিখছেন, "আমি অপরাজিত এখনো দেখিনি,শুধু এটুকু বলতে পারি অনীক দত্তই আমার দেখা একমাত্র মানুষ যার সত্যজিৎ রায় কে নিয়ে ভালবাসা কিম্বা শ্রদ্ধাটা ভড়ংবাজি নয় নিজের সিনেমার ফাটা দেওয়াল ভরাট করার। নিশ্চিত ভাবে এ সিনেমা অনীকদা বহূদিন ধরে লালন করেছেন,দেখেছেন,তৈরিও করেছেন নানাভাবে মাথার ভেতর,শুধু সিনেমাটার শুটিংটা এখন করে উঠতে পারলেন,এবং ফাইনালি রিলিজ। স্বাভাবিকভাবেই যে সিনেমাতে এত দীর্ঘ সময়ের ভালবাসার উপাদান মজুত তাতে একটা সততার ছাপ থাকবেই,সে সততার ছাপ ট্রেলার কিম্বা অনান্য স্থিরচিত্রে আমরাদেখেছি।"
advertisement
অভিনেতা আরও লিখেছেন, "অনীকদাকে কাজের ও ব্যক্তিগত সূত্রে চেনা পরিচয়ের সুবাদে জানি ওনার একটা ব্যক্তিগত সত্যজিৎময় জগতের কথা, যে জগতের দরজা খুলেই এই সিনেমার নির্মাণ, এ আমার বিশ্বাস। তাই অপরাজিত না দেখেও বলতে পারি এ সিনেমাতে এক ধরনের বিশ্বাস থাকবে যা অনীকদার ব্যক্তিগত কিন্তু তার সততা আপনাকে নিশ্চয়ই ছোঁবে। বেশি সিনেমা হল কম সিনেমা হলের সমীকরণ নিয়ে না ভেবে সিনেমাটা দেখে ফেলুন, যে কটি হল রয়েছে তা কানায় কানায় পরিপূর্ণ হলে সব আক্ষেপ ধুয়ে মুছে যাবে। বাংলা সিনেমার পাশে না দাঁড়িয়ে ভাল সিনেমার পাশে দাঁড়ান, দেখুন,কথা বলুন,ভাল লাগলে বুক বাজিয়ে দশটা লোককে যেতে বলুন,খারাপ লাগলেও সোচ্চারে বলুন,অনীকদা আপনকে ব্লক করবেন না।"
advertisement
advertisement

ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল। তথাগত বলছেন, "সৎ চেষ্টাকে সমর্থন করুন, তাহলে "অপরাজিত" নামের একটা অর্থ তৈরি হয়,আরো অনেক পরিচালকের অনেকগুলো সৎ অপরাজিতের নির্মাণ হয়। অনীকদা আপনি আরো বেশী করে বরুনবাবু হয়ে উঠুন,এটাই কাম্য।আর আমার পরিচিত,অপরিচিত যারা এ সিনেমার সাথে যুক্ত তাদের সবাই কে আমার এক বুক শুভেচ্ছা।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 1:33 PM IST