Aparajita Adhya: ‘লক্ষ্মী কাকিমা’ এবার কোজাগরী! মায়েদের গল্প নিয়ে মেগায় ফিরছেন অপরাজিতা

Last Updated:

‘লক্ষ্মী কাকিমা’ এবার কোজাগরী। নতুন গল্প নিয়ে নতুন রূপে আবার স্টার জলসার পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। শনিবার প্রকাশ্যে আসে মেগার প্রমো।

‘লক্ষ্মী কাকিমা’ এবার কোজাগরী। নতুন গল্প নিয়ে নতুন রূপে আবার স্টার জলসার পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। শনিবার প্রকাশ্যে আসে মেগার প্রমো। ধারাবাহিকের নাম ‘জল থই থই ভালোবাসা’।
একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানান ‘আমাকে নিতে বড় বাজেট লাগে’। আর তার কিছুদিনের মধ্যেই তিনি ফিরলেন ছোট পর্দায়। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা’কে এবার দেখা যাবে স্টার জলসার পর্দায়। এই মেগায় তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই মেগা। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে।
advertisement
advertisement
প্রমোতে দেখা গিয়েছে রান্নাঘরে আপন মনে নাচছেন পর্দার কোজাগরী, আর সঙ্গে গুণগুণ গাইছেন ‘মমচিত্তে..’। আর সেই রান্নাঘরে লাইভ করছে তার মেয়ে তোতা অর্থাৎ অনুষা। তোতা জানায় তাদের বাড়ির ‘হোম মিনিস্টার’ তার মা। নাচ-গান-আবৃত্তি সবেতেই তিনি সেরা। মা কোজাগরীও পিছিয়ে নেই সেও মেয়ের ফলোয়ার্সদের সঙ্গে আলাপ পর্ব সেরে তিনি জানায়, ঠিক কবে থেকে তাঁদের দেখা যাবে স্টার জলসার পর্দায়।
advertisement
একদম অন্যরকম ভাবে অপরাজিতা তাঁর নতুন মেগা ‘জল থই থই ভালোবাসা’র প্রচার করলেন। প্রথম প্রোমতেই সকলকে চমক দিয়ে টেলিকাস্টের সময়ও ঘোষণা করে দিলেন। ২৫শে রাত ৯টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। বর্তমানে এই সময়ই সম্প্রচারিত হয় ‘এক্কা দোক্কা’। তাই ‘জল থই থই ভালোবাসা’র জন্য এই মেগা কি শেষ হবে সেটাই এখন প্রশ্ন, যদিও সিরিয়ালের স্লট বদলও হতে পারে, বিষয়ে এখন কিছু জানা যায়নি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya: ‘লক্ষ্মী কাকিমা’ এবার কোজাগরী! মায়েদের গল্প নিয়ে মেগায় ফিরছেন অপরাজিতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement