ছুটি কাটাতে গিয়ে বিপদে ঋত্বিক-পার্নো! জুটিকে বাঁচাতে নতুন ভূমিকায় রঞ্জিত মল্লিক
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
খুনের রহস্য আর সেই রহস্যের জট খুলতে আবার বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক, সঙ্গে থাকবেন ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র।
খুনের রহস্য আর সেই রহস্যের জট খুলতে আবার বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক, সঙ্গে থাকবেন ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র। হরনাথ চক্রবর্তী পরিচালিত নতুন থ্রিলার ‘তারকার মৃত্যু’ চলতি মাসেই মুক্তি পাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার ও প্রথম লুক।
গল্পে কালিম্পংয়ে ছুটি কাটাতে যাবেন ঋত্বিক-পার্নো। সেখানে একটি বাংলোতে তাঁরা গিয়ে উঠবেন আর সেখান থেকেই শুরু হবে সমস্যা। ঘটনাচক্রে দুজনেই জড়িয়ে যাবেন একটি খুনের রহস্যে। আর সেই রহস্য সমাধানে করতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে।
advertisement
advertisement
এখানে তাঁকে একজন ইনভেস্টিকেটিং অফিসারের ভূমিকায় দেখা যাবে। এখানে ঋত্বিক একজন চিত্রনাট্য লেখকে এবং তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পার্নোকে। এখানে তিনি কেবল ঋত্বিককের স্ত্রী নয়, পাশাপাশি একজন স্কুল শিক্ষিকাও।

আরও পড়ুন: জ্বর গায়েই করলেন শ্যুটিং, দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা! একান্ত সাক্ষাৎকারে যা বললেন অভিনেত্রী
advertisement
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রিয়ঙ্কা মন্ডল ও সোহম মজুমদার। চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন হরনাথ চক্রবর্তীর সুযোগ্য পুত্র হিন্দোল চক্রবর্তী ও তাঁর সঙ্গে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। সুরিন্দর ফিল্মস প্রযোজিত, হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ‘তারকার মৃত্যু’ চলতি মাসের ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 6:34 AM IST