Anushka Sharma: গরম পড়তেই বাঙালি খাবারে মন দিয়েছেন অনুষ্কা শর্মা, জানেন কী খাচ্ছেন আজকাল?

Last Updated:

গরমের সময় আসা মাত্রই নিজের ডােয়টে বাঙালিদের অন্যতম প্রিয় খাবারই আজকাল পাতে থাকছে অনুষ্কার। (Anushka Sharma)

Anushka Sharma
Anushka Sharma
#মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তার উপর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। নিজে পঞ্জাবি মেয়ে, বিয়েও করেছেন পঞ্জাবি ছেলেকে। কিন্তু এবারের গ্রীষ্মে নিজেকে ঠান্ডা রাখার জন্য বাঙালি খাবারে মন মজেছে নায়িকার। গরমের সময় আসা মাত্রই নিজের ডােয়টে বাঙালিদের অন্যতম প্রিয় খাবারই আজকাল পাতে থাকছে অনুষ্কার। খেতেও ভালোবাসেন, ফলে নিত্যনতুন খাবার চেখে দেখতে ভালোবাসেন তিনি। আর এবারের গরমে পান্তা ভাত খাচ্ছেন নায়িকা। (Anushka Sharma)
আরও পড়ুন: কাঁচা সব্জি মাখা খেয়েছেন কখনও? স্বাদে নাকি লাজবাব, হাবড়ায় হচ্ছেটা কী!
ইনস্টাগ্রামের স্টোরিতে নিজেই অনুষ্কা শেয়ার করেছেন সেই খাবারের ছবি। সেখানে দেখা যাচ্ছে, পান্তা ভাত, আলু চোখা, বেগুন ভাজা, বরা, কাঁচা পেঁয়াজ ও লঙ্কা নিয়ে খেতে বসেছেন অনুষ্কা শর্মা। ক্যাপশনে লিখেছেন পান্তা ভাত। গরমের দিনে বাঙালিরা খুবই ভালোবাসে এই খাবার খেতে। শরীর ঠান্ডা রাখতেও দারুণ উপকারী এই খাবার। আর সেই রহস্য জানতে পেরেই হয়তো এই খাবার খাচ্ছেন তিনি।
advertisement
অনুষ্কার স্টোরি অনুষ্কার স্টোরি
advertisement
আরও পড়ুন: চুঁচুড়ার এক সমাধির সঙ্গে 'জড়িয়ে' আছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম! কেন জানেন?
পান্তা ভাতের সঙ্গে অনেকেই আলু পোস্ত, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ, কাঁচালঙ্কা ও সরষে তেল ঢেলেও খান। বাসি ভাত সারারাত জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয় পান্তা। এর সঙ্গে আলু চোখা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা-পেঁয়াজ সহযোগেই ভালো লাগে এই খাবার। তবে অনুষ্কার পাশাপাশি বিরাটও পান্তা ভাত চেখে দেখেছেন তিনা, তা জানা যায়নি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma: গরম পড়তেই বাঙালি খাবারে মন দিয়েছেন অনুষ্কা শর্মা, জানেন কী খাচ্ছেন আজকাল?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement