Anupam Kher Allu Arjun: 'সেরা অভিনেতার পুরস্কার পেলে আরও বেশি খুশি হতাম', অর্জুনের সাফল্যে কি হতাশ অনুপম? পোস্টে জল্পনা

Last Updated:

Anupam Kher Allu Arjun: 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সাফল্যে খুশি হয়ে টুইটারে একটি পোস্ট শেয়ার করে অনুপম খের৷ তবে কি অল্লু অর্জুনের এই সাফল্যে হতাশ হয়েছেন অনুপম খের৷ পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে৷

মুম্বই: জাতীয় পুরস্কার পেয়ে মুকুটে নতুন পালক জুড়ল অল্লু অর্জুনের৷ এই প্রথম তেলেগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার এল অর্জুনের ঝুলিতে। গত বৃহস্পতিবার ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রক৷ বলিউড বনাম দক্ষিণের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হবে সেরার সেরা তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। এবার বলি তারকাদের দশ গোল দিয়ে সেরার খেতাব জিতে নিয়েছেন দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুন৷ ‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণের অভিনেতা অল্লু অর্জুন৷
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ প্রশংসিত হয়েছে৷ জাতীয় সংহতি রক্ষার জন্য সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে নার্গিস দত্ত। এই ছবি জাতীয় পুরস্কার পাওয়ায় স্বভাবতই খুশি অনুপম খের৷ এই ছবিতে শুধু অভিনয় নয় বরং ছবির কার্যনির্বাহী প্রযোজক ছিলেন তিনি৷ ছবির এই সাফল্যে খুশি হয়ে টুইটারে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা৷ ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
advertisement
অনুপম খের পোস্টে লেখেন, ‘এই ছবির অভিনেতা শুধু নয়, কার্যনির্বাহী প্রযোজক হিসাবে আমাদের এই ছবি সম্মান পাওয়ায় আনন্দিত৷ তবে ছবির অভিনেতা হিসেবে পুরস্কার পেলে আরও বেশি খুশি হতাম৷ কারণ এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়৷ যদিও এটাই হয়তো জীবন৷ যা চাইছি তা পেয়ে গেলে পরবর্তী কাজের উৎসাহ থাকে না৷ পরের বারের অপেক্ষায় থাকব৷ বিজেতাদের আমার শুভেচ্ছা৷ জয় হো৷’
advertisement
তবে কি অল্লু অর্জুনের এই সাফল্যে হতাশ হয়েছেন অনুপম খের৷ পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে৷ উল্লেখ্য,’দ্য কাশ্মীর ফাইলস’ ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী জোশী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Kher Allu Arjun: 'সেরা অভিনেতার পুরস্কার পেলে আরও বেশি খুশি হতাম', অর্জুনের সাফল্যে কি হতাশ অনুপম? পোস্টে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement