Anil Kapoor Secret: বয়স বাড়ে না অনিল কাপুরের! এইখানেই লুকিয়ে রয়েছে আসল সিক্রেট, রহস্য ফাঁস মি.ইন্ডিয়ার

Last Updated:

Anil Kapoor Secret: বয়স ৬৬ হলেও অনিলের যেন বয়স বাড়ে না৷ কিন্তু কেন? কীভাবে নিজের বয়স ধরে রেখেছেন অভিনেতা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷

বয়স বাড়ে না অনিল কাপুরের! এইখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য, সিক্রেট ফাঁস মি.ইন্ডিয়ার
বয়স বাড়ে না অনিল কাপুরের! এইখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য, সিক্রেট ফাঁস মি.ইন্ডিয়ার
মুম্বই: এই বয়সে এসেও নিজের ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন বলিউড অভিনেতা অনিল কাপুর। বয়স ৬৬ হলেও তিনি এখনও সুপার ফিট। বয়স যে কেবলই একটা সংখ্যামাত্র, এই বয়সে এসেও তিনি আবারও প্রমাণ করে দিলেন। সিনিয়র সিটিজেনের তালিকায় পরলেও মনের দিক থেকে ২১-এর যুবককেও হার মানাতে প্রস্তুত বলিউডের মি. ইন্ডিয়া অনিল কাপুর। ফিটনেস ফ্রিক অভিনেতার শরীরচর্চা দেখে যে কেউ চমকে যেতে পারেন নিমেষে৷
নেটদুনিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ অভিনেতা অনিল কাপুর৷ ফিটনেস নিয়ে তিনি কতটা সচেতন তার প্রমাণ হামেশাই ভক্তদের হাতে-কলমে দেন অভিনেতা৷ কখনও তিনি অক্সিজেন মাস্ক পরে ট্রেডমিলে দৌঁড়ান, আবার কখনও মাইনাস ১১০ ডিগ্রির বাঙ্কারে ঢুকেও শরীরচর্চা করেন৷ গত কয়েকদিন ধরে অনিল কাপুরের এমন কীর্তির সাক্ষী থেকেছেন অনুরাগীরা৷ নিয়মিত শরীরচর্চা করার সময় বিভিন্ন ব্যায়ামের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা৷ এবার অনিল নয়, অভিনেতার বন্ধু অনুপম খের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷
advertisement
বয়স ৬৬ হলেও অনিলের যেন বয়স বাড়ে না৷ কিন্তু কেন? কীভাবে নিজের বয়স ধরে রেখেছেন অভিনেতা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ এবার সমস্ত সিক্রেট ফাঁস করে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে রাখা চেম্বারে ঢুকে গিয়ে অক্সিজেন থেরাপি নিচ্ছেন অনিল কাপুর৷ অক্সিজেন মাস্ক পরে চেম্বারে ঢুকে শুয়ে রয়েছেন অনিল কাপুর৷ ভিতর দিয়ে হাত নাড়ছেন বন্ধু অনুপমকে৷ কালো রঙের পোশাক পরে অভিনেতাকে দেখা গিয়েছে৷ অভিনেতার ফিটনেস সিক্রেট নিয়ে মজা করতেও ছাড়েননি অনুপম খের৷ ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- 'আরে কাপুর সাহাব, আপনি তো আগে বলেননি চাঁদে যাচ্ছেন৷ নাকি এই মেশিনের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার যৌবন ধরে রাখার সিক্রেট'? সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি৷ অনুপমের শেয়ার করা ভিডিও দেখেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
অনিলের ফিটনেস নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না৷ মাইনাস ১১০ ডিগ্রীতে ওয়ার্কআউট করার ছবি দিয়ে তিনি লিখেছিলেন- '৪০-এ দুষ্টুমির দিন শেষ, এবার সময় এসেছে ৬০ বছরে সেক্সি হওয়ার'৷ আসলে অভিনেতার এই কঠোর পরিশ্রমের পিছনে রয়েছে 'ফাইটার'৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই অ্যাকশন থ্রিলারের জন্যই নিজেকে প্রস্তুত করছেন অনিল কাপুর৷ সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে হৃত্বিক ও দীপিকা পাড়ুকোনকে৷ ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে৷ শেষবারের মতো 'যুগ যুগ জিও' ছবিতে এবং ওয়েব সিরিজ 'নাইট ম্যানেজার'-এ দেখা গিয়েছে অনিল কাপুরকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anil Kapoor Secret: বয়স বাড়ে না অনিল কাপুরের! এইখানেই লুকিয়ে রয়েছে আসল সিক্রেট, রহস্য ফাঁস মি.ইন্ডিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement