গোঁফ-লোমে ভর্তি মুখ, পিরিয়ডের ব্যথায় ছটফটানি, ওভারির রোগ নিয়ে অকপট অর্জুনের বোন

Last Updated:

সম্প্রতি অনশুলার একটি ইনস্টাগ্রাম ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে চারদিকে। যেখানে তিনি নিজের রোগ এবং রোগের উপসর্গ, পাশাপাশি তা থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলেছেন।

#মুম্বই: তারকা পরিবারে জন্ম মানেই তো সব কিছু তারার মতো ঝলমলে, এমন ধারণা যে ভুল, সে কথা এখন আর লুকনো নয়। স্পষ্টভাষী তারকারা বহু বার নিজেদের পরিবার সম্পর্কে বিভিন্ন সমস্যাজনক কথা তুলে এনেছেন প্রকাশ্যে। আর তাঁদের মধ্যে প্রথম নাম, অর্জুন কাপুর। তাঁর বাবা বনি কাপুর এবং মা মোনার বিবাহবিচ্ছেদের কথা বা শ্রীদেবীকে বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নেওয়া, পরিবারের সমস্ত অন্ধকার কথা নিজ মুখে বলেছেন তিনি। এবার তাঁর বোনের পালা। অনশুলা কাপুর। বনি-মোনার দ্বিতীয় সন্তান।
সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে চারদিকে। যেখানে তিনি নিজের রোগ এবং রোগের উপসর্গ, পাশাপাশি তা থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলেছেন। ১৪ বছর বয়স থেকে অনশুলা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস)-এ ভুগছেন।
advertisement
তার ফলে বিবিধ শারীরিক জটিলতা তৈরি হয় অর্জুনের বোন। ছোট থেকে গোঁফ তৈরি হয় তাঁর। ওজন বেড়ে যায় অনেকটা। পিরিয়ডের সময়ে তুমুল ব্যথা হত অনশুলার।
advertisement
advertisement
অনশুলার কথায়, ''পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত হই ১৪ বছর বয়সে। এখন বড় হওয়ার পর বুঝতে পারি, এই রোগ খুবিই সাধারণ। অনেকের হয়। কিন্তু সেই সময়ে, এই নিয়ে খুব বেশি কথা বলত না কেউই। আমার ধারণা ছিল, আমিই একমাত্র এই রোগে ভুগছি।''
advertisement
গোঁফের জন্য মাঝেমধ্যেই কামাতে হত। মুখের অন্যান্য জায়গায় লোমও ছাটতে হত তাঁকে। প্রতি মাসে পিরিয়ড হত না অনশুলার। কিন্তু যখন হত, ভয়ানক যন্ত্রণায় ছটফট করতেন বনি-কন্যা। সবাই তাঁকে পরামর্শ দিতেন, ওজন কমালে পিসিওএস রোগ থেকে মুক্ত হবেন তিনি।
advertisement
এই স্বীকারোক্তির পরে তিনি তাঁর অনুগামীদের থেকে জানতে চাইলেন, তাঁদের মধ্যে কেউ এই একই রোগে ভুগেছেন কিনা এবং তা থেকে সেরে উঠেছেন কী ভাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোঁফ-লোমে ভর্তি মুখ, পিরিয়ডের ব্যথায় ছটফটানি, ওভারির রোগ নিয়ে অকপট অর্জুনের বোন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement