Ankush Hazra || Mithun Chakraborty: ঐন্দ্রিলা অঙ্কুশকে বিয়ে করলে সেখানে আসবেন না মিঠুন চক্রবর্তী! কারণ জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ছবির প্রচারের অনুষ্ঠান করতে গিয়েই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ জানান, তিনি যদি ঐন্দ্রিলাকে বিয়ে করেন তাহলে সেই বিয়েতে থাকবেন না মিঠুন চক্রবর্তী।
কলকাতা: টালিগঞ্জের তারকা জুটিদের মধ্যে অন্যতম হলেও অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের সম্পর্ক সব সময়ই থাকে চর্চায়। নববর্ষে তাঁদের নতুন ছবি 'লাভ ম্যারেজ' মুক্তি পেয়েছে। আর এই ছবির প্রচারের অনুষ্ঠান করতে গিয়েই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ জানান, তিনি যদি ঐন্দ্রিলাকে বিয়ে করেন তাহলে সেই বিয়েতে থাকবেন না মিঠুন চক্রবর্তী।
টেলিপাড়ার কান পাতলেই এখন শোনা যাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন। কবে সাত পাকে বাঁধা পড়বেন, এই বিষয়ে অবশ্য তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। কিছুদিন আগেই তাঁদের নতুন ছবি লাভ ম্যারেজ-এর প্রোমোশনের সময় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার তাঁদের বিয়েতে ইন্ড্রাস্টির অভিনেতা-অভিনেত্রীদের কী ভাবে আমন্ত্রণ জানাবেন সেই নিয়ে প্রশ্ন করা হয়। এই পুরো বিষয়টা হয় একটি মজার খেলার মাধ্যমে। তাঁদের সামনে টেবিলে রাখা বাটিতে কিছু অভিনেতা-অভিনেত্রীর নাম চিরকুটে লিখে রেখে দেওয়া হয়। সেখান থেকে তারা একটা একটা করে নাম বেছে উত্তর দিতে থাকেন। পর পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়ার নাম উঠে আসে।
advertisement
advertisement
তারকা জুটি জানান এঁরা সকলে তাঁদের খুব কাছের। আলাদা করে নিমন্ত্রণের দরকার নেই বরং এই সব তারকাই সামলাবেন তাঁদের বিয়ের সমস্ত দায়িত্ব। এরপর অঙ্কুশের হাতে মিঠুন চক্রবর্তীর না উঠে এলে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে 'ডার্লিং' বলে সম্বোধন করেন। তারপর ঐন্দ্রিলা হাসতে হাসতে বলেন, উনি এসে বিয়ে ভেঙে দেবেন। পাশ থেকে অঙ্কুশও হাসতে হাসতে বলেন ওঠেন, 'মিঠুন দা বর বদলে গেলে তবেই আসবেন'। বলেন, তিনি খুবই জ্বালাতন করেন অভিনেতাকে। অঙ্কুশ জানান মিঠুন চক্রবর্তী ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি অভিনেত্রীকে খুবই ভালোবাসেন৷ তাঁর বিয়েতে অবশ্যই তিনি আসবেন। কিন্তু অঙ্কুশের সঙ্গে বিয়ে হলে আসবেন না। তারপর অভিনেত্রী বলে ওঠেন, মহাগুরু নাকি তাঁকে বলেছেন তিনি ১৩ বছর ধরে এখন অঙ্কুশের সঙ্গে কী ভাবে আছেন? এত জ্বালাতন সহ্য করে!! তবে এই পুরো বিষয়টি তাঁরা ভাগ করে নেন হালকা মেজাজে। একদম মজার ছলে।
advertisement
আরও পড়ুন: 'চাইলে নায়িকা হওয়ার জন্য অপেক্ষা করতে পারতাম', কেরিয়ার নিয়ে অকপট 'জগদ্ধাত্রী'র 'সাংভি' প্রেরাণা
অঙ্কুশ এবং মিঠুন চক্রবর্তীকে বর্তমানে একসঙ্গে ডান্স বাংলা ডান্সের মঞ্চের দেখা যায়। এখানে বিচারকের পদে আছেন মিঠুন চক্রবর্তী ও সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ। তাঁদের মধ্যে খুব ভাল সম্পর্ক গড়ে উঠেছে। এর মাঝে একদিন ডান্স বাংলা ডান্সের মঞ্চে ঐন্দ্রিলাকেও দেখা গিয়েছিল। এই তারকা জুটির সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক ভীষণই ভাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 7:10 PM IST