Bangla Movie: ঘোতন এবং পপিনসরা ফিরছে ‘পক্ষিরাজের ডিম’ নিয়ে! সঙ্গী হবেন ক্ষ্যাপাটে বিজ্ঞানী অনির্বাণ

Last Updated:

'রেনবো জেলি'র পর এই গল্পেও ঘোতনের চরিত্রে থাকছে মহাব্রত বসু এবং পপিনসের ভূমিকায় দেখা যাবে অনুমেঘা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে অভিনেতা অনির্বান ভট্টাচার্য্যের উপস্থিতি৷


ঘোতন এবং পপিনসরা ফিরছে ‘পক্ষিরাজের ডিম’ নিয়ে! সঙ্গী হবেন ক্ষ্যাপাটে বিজ্ঞানী অনির্বাণ
ঘোতন এবং পপিনসরা ফিরছে ‘পক্ষিরাজের ডিম’ নিয়ে! সঙ্গী হবেন ক্ষ্যাপাটে বিজ্ঞানী অনির্বাণ
আবার ফিরছে ঘোতন এবং পপিনসরা৷ এবার ‘পক্ষিরাজের ডিম’-এর অভিযান নিয়ে। এবার ঘোতনদের গন্তব্যস্থল কাল্পনিক ‘আকাশগঞ্জ’। ভাবছেন কোন ঘোতনের কথা বলছি? ‘রেনবো জেলি’র সেই খুদেই ফিরছে আবার৷
আসছে পরিচালক সৌকর্য্য ঘোষালের নতুন ছবি ‘পক্ষিরাজের ডিম’৷ এর আগে কচিকাঁচাদের নিয়ে করা পরিচালকের ‘রেনবো জেলি’ বেশ প্রশংসা কুড়িয়েছিল৷ এবারও সেই শিশুশিল্পীদের নিয়েই নতুন গল্পে ফিরছেন সৌকর্য্য৷ ‘রেনবো জেলি’র পর এই গল্পেও ঘোতনের চরিত্রে থাকছে মহাব্রত বসু এবং পপিনসের ভূমিকায় দেখা যাবে অনুমেঘা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে অভিনেতা অনির্বান ভট্টাচার্য্যের উপস্থিতি৷
advertisement
advertisement
ছবিতে ঘোতনের মেন্টর হিসেবে দেখা যাবে এক খ্যাপাটে বিজ্ঞানীকে৷ এই বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বান৷ শ্যামল চক্রবর্তী অভিনয় করছেন বিজ্ঞানী বটব্যলের (অনির্বাণ) অ্যাসিসটেন্টের চরিত্রে। এছাড়াও এই ছবিতে রয়েছেন ব্লাইন্ড অপেরা থিয়েটারের শুভাশিস গঙ্গোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে পেছনে ফেলে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর
জি স্টুডিও এবং SVF- নিবেদিত এই ছবির মিউজিক করছেন নবারুণ বসু। ক্যামেরায় রয়েছেন সৌমিক হালদার৷ পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেকশন এবং কস্টিউম ডিজাইনে পূজা চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিং হবে শিমুলতলাতে এবং কলকাতাতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Movie: ঘোতন এবং পপিনসরা ফিরছে ‘পক্ষিরাজের ডিম’ নিয়ে! সঙ্গী হবেন ক্ষ্যাপাটে বিজ্ঞানী অনির্বাণ
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement