Bangla Movie: ঘোতন এবং পপিনসরা ফিরছে ‘পক্ষিরাজের ডিম’ নিয়ে! সঙ্গী হবেন ক্ষ্যাপাটে বিজ্ঞানী অনির্বাণ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
'রেনবো জেলি'র পর এই গল্পেও ঘোতনের চরিত্রে থাকছে মহাব্রত বসু এবং পপিনসের ভূমিকায় দেখা যাবে অনুমেঘা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে অভিনেতা অনির্বান ভট্টাচার্য্যের উপস্থিতি৷
আবার ফিরছে ঘোতন এবং পপিনসরা৷ এবার ‘পক্ষিরাজের ডিম’-এর অভিযান নিয়ে। এবার ঘোতনদের গন্তব্যস্থল কাল্পনিক ‘আকাশগঞ্জ’। ভাবছেন কোন ঘোতনের কথা বলছি? ‘রেনবো জেলি’র সেই খুদেই ফিরছে আবার৷
আসছে পরিচালক সৌকর্য্য ঘোষালের নতুন ছবি ‘পক্ষিরাজের ডিম’৷ এর আগে কচিকাঁচাদের নিয়ে করা পরিচালকের ‘রেনবো জেলি’ বেশ প্রশংসা কুড়িয়েছিল৷ এবারও সেই শিশুশিল্পীদের নিয়েই নতুন গল্পে ফিরছেন সৌকর্য্য৷ ‘রেনবো জেলি’র পর এই গল্পেও ঘোতনের চরিত্রে থাকছে মহাব্রত বসু এবং পপিনসের ভূমিকায় দেখা যাবে অনুমেঘা বন্দ্যোপাধ্যায়কে৷ তবে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে অভিনেতা অনির্বান ভট্টাচার্য্যের উপস্থিতি৷
advertisement
advertisement
ছবিতে ঘোতনের মেন্টর হিসেবে দেখা যাবে এক খ্যাপাটে বিজ্ঞানীকে৷ এই বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বান৷ শ্যামল চক্রবর্তী অভিনয় করছেন বিজ্ঞানী বটব্যলের (অনির্বাণ) অ্যাসিসটেন্টের চরিত্রে। এছাড়াও এই ছবিতে রয়েছেন ব্লাইন্ড অপেরা থিয়েটারের শুভাশিস গঙ্গোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে পেছনে ফেলে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর
জি স্টুডিও এবং SVF- নিবেদিত এই ছবির মিউজিক করছেন নবারুণ বসু। ক্যামেরায় রয়েছেন সৌমিক হালদার৷ পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেকশন এবং কস্টিউম ডিজাইনে পূজা চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিং হবে শিমুলতলাতে এবং কলকাতাতে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 6:17 PM IST