Jawan Box Office Collection: নিজেকে ছাপিয়ে গেলেন শাহরুখ! ‘পাঠান’কে পেছনে ফেলে মুক্তির প্রথম দিনেই আকাশছোঁয়া লক্ষ্মীলাভ ‘জওয়ান’-এর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করতে চলেছে ‘জওয়ান’।
শাহরুখকে ছাপিয়ে গেলেন শাহরুখ নিজেই। ‘পাঠান’কে মাত করে মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়বে ‘জওয়ান’। বক্স অফিসের সমস্ত রেকর্ড তছনছ করে মুক্তির প্রথম দিনেই হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করতে চলেছে ‘জওয়ান’।
‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। আজ বিকেল ৫ টার মধ্যেই প্রায় ৬৭ কোটি আয় করে ফেলেছে ‘জওয়ান’৷ ‘জওয়ান’-এর কালেকশন দেখে সিনেমাবিদদের ধারণা এই ছবির প্রথম দিনের আয় হতে চলেছে প্রায় ৭৩ কোটি টাকা।
#EXCLUSIVE DATA
It’s Insane: #Jawan has shot at 67-70 cr net day one in Hindi, beats #Pathaan by big margin!#Jawan in national chains at 3 pm:#PVR + #Inox 18.40 cr #Cinepolis 5.30 cr
Total: 23.70 cr
Jawan will cross #Pathaan Day 1 Collections In National Chains at 5… https://t.co/x4f4ClLYt4
— Box Office Worldwide (@BOWorldwide) September 7, 2023
advertisement
advertisement
প্রত্যাশা পূরণ ‘জওয়ান’-এর৷ শাহরুখের সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি ঘিরে মুক্তির আগে থেকেই সিনেপ্রেমীদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা৷ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের রেকর্ড ভাঙল জওয়ান৷ টের পাওয়া গেল জওয়ানকে ঘিরে উত্তেজনার আঁচ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে ‘জওয়ান’-এর আয়ের ৬৫ কোটি আসবে হিন্দি মার্কেট এবং বাকি ৪ কোটি তামিল এবং তেলুগু মার্কেট থেকে আসার সম্ভাবনা৷ এভাবেই প্রথম দিনে এই ছবির আয় ৭৩ কোটি হতে চলেছে বলেই বিশেষজ্ঞদের বিশ্বাস৷ অবশ্য হিন্দি, তামিল, তেলেগু ছাড়াও অন্যান্য আরও কিছু ভাষাতে মুক্তি পাবে জওয়ান৷ সমস্ত ভাষায় ছবির মোট আয় ৮৪.৫০ হওয়ার সম্ভাবনা৷
advertisement
হিন্দি ভাষায় ইতিমধ্যেই জওয়ানের ৪৬ শতাংশ শো দখল হয়ে গিয়েছে৷ শহর কলকাতাতেও চড়ছে জওয়ানের পারদ৷ এ শহরে ইতিমধ্যেই ৬৬% শো দখল হয়ে গিয়েছে৷ হায়দরাবাদেও ৬২% শতাংশ শো ‘জওয়ান’-এর হাতের মুঠোয়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 7:07 PM IST