Ranbir Kapoor And Rashmika Mandanna: কালো অন্তর্বাসে উন্মুক্ত বক্ষবিভাজিকা, রশ্মিকার খোলা পিঠে রণবীরের চুমু... চরম মুহূর্তের ভিডিও ভাইরাল
- Published by:Rachana Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Ranbir Kapoor And Rashmika Mandanna: ১ ডিসেম্বর, শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-অনিল কাপুরের ‘অ্যানিমাল’।
মুম্বই: আরও একটি বলিউড ছবি, আবারও তুমুল আলোচনা। গত কয়েক মাসে মুক্তি পাওয়া ছবিগুলির থেকে একটু আলাদা, তাই চাঞ্চল্যও বেশি।
১ ডিসেম্বর, শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-অনিল কাপুরের ‘অ্যানিমাল’। ট্রেলার রিলিজের পরই সকলে বুঝে গিয়েছিলেন এই ছবিতে বাবা-ছেলের সম্পর্কের রসায়ন নির্মাণ। তবে টিজারের পাশাপাশি ‘হুয়া ম্যায়…’ গানটি রণবীর কাপুর, রশ্মিকা মান্দানার রসায়নকেও যথেষ্ট ঘনীভূত করে তুলেছিল। আগ্রহীরা তীব্র প্রেমের গল্প দেখার আশাতেও ভিড় করেছেন সিনেমা হলে। তবে শুধু ‘হুয়া ম্যায়…’ গানই নয়। ইতিমধ্যেই রণবীর-রশ্মিকার সম্পর্কের জোরাল ইঙ্গিত দিয়েছে ছবিটির কয়েকটি দৃশ্য। সেগুলি ছবি রিলিজের আগে থেকেই ইন্টারনেট কাঁপাচ্ছে। গোটা ছবিতে আরও কতগুলি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।
advertisement
ইন্টারেনটে হু হু করে ছড়িয়ে পড়েছে রশ্মিকা-রণবীরের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি। বহু ব্যবহারকারীই X হ্যান্ডলে এই ছবি শেয়ার করেছেন।
advertisement
I Knew It, Just #SandeepReddyVanga Things🙂#Animal #AnimalTheFilm #AnimalMovieReview #RanbirKapoor𓃵 #RashmikaMandanna pic.twitter.com/wVkU0JNgyu
— Sakil Rahman SRK (@Sakil_Rahmanz) December 1, 2023
advertisement
এই সপ্তাহের শুরুতে জানা গিয়েছিল, ছবিটি পরিবারের সঙ্গে বসে দেখার মতো নয়। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবিকে শুধুমাত্র অ্যাডাল্টস (এ) সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, রিলিজের আগে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে পাঁচটি পরিবর্তন করার নির্দেশও দিয়েছিল বোর্ড। সেনসর বোর্ডের দেওয়া নির্দেশগুলির মধ্যে অন্যতম ছিল অন্তরঙ্গ দৃশ্যের দৈর্ঘ্য কমানো। সেনসর বোর্ডের শংসাপত্রও ফাঁস হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি পয়েন্টে উল্লেখ করা হয়েছে, ‘TCR 02:28:37-এ ক্লোজ-আপ শটগুলি মুছে ফেলে বিজয় এবং জোয়ার অন্তরঙ্গ দৃশ্যগুলি সংশোধন করা হয়েছে।’
advertisement
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, তিনি খুশি যে ‘অ্যানিমাল’ এ সার্টিফিকেট পেয়েছে। তিনি দাবি করেছেন, ছবিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি। এমনকী পরিচালক নিজেও ছবিটি তাঁর ছেলেকে দেখতে দিতে রাজি নন।
বাবা ও ছেলের বিষাক্ত সম্পর্ক নিয়েই গড়ে উঠেছে এই ছবি। এছবিতে অনিল কাপুর ও রণবীর কাপুরের সম্পর্কের রসায়ন সেই কথাই জানায়। পাশাপাশি ট্রেলরে দেখা গিয়েছে ববি দেওল ও রশ্মিকা মন্দানাকে। সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে, রণবীর অবশ্য অ্যানিমালের সঙ্গে তুলনা করেন করণ জোহরের ‘কভি খুশি কাভি গম’-এর। তাঁর দাবি এটি ‘প্রাপ্তবয়স্ক কভি খুশি কাভি গম’।
advertisement
বলিউডে সন্দীপ রেড্ডি ভাঙ্গার দ্বিতীয় ছবি ‘অ্যানিমাল’। এর আগে শাহিদ কাপুরের সঙ্গে কবির সিং-ও সেনসর বোর্ডের তরফে এ রেটিং পেয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 12:13 PM IST