মুম্বই : প্রথম সন্তানের জন্ম দিতে অভিনেত্রী সোনম কপূর এখন তাঁর বাবা মায়ের কাছে ৷ তিনি এখন মুম্বইয়ে অনিল এবং সুনীতা কপূরের কাছে৷ শোনা যাচ্চে, কপূর পরিবার বোহেমিয়ান থিমের বেবি শাওয়ার বা সাধভক্ষণের পরিকল্পনা করছেন সোনমের জন্য ৷ সংবাদমাধ্যমে প্রকাশ, অত্যন্ত জমকালো সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
সম্প্রতি অনিল কপূর জানিয়েছেন প্রথম বার দাদু হওয়ার মুখে তাঁর কী অনুভূতি ৷ বলেছেন, ‘‘ জীবনের প্রতি পর্ব আমি উপভেোগ করেছি৷ এবং সব সময় আমি সামনে এগিয়ে গিয়েছি ৷’’ চিরতরুণ ‘মিস্টার ইন্ডিয়া’ বলেন, সকলে তাঁকে বিয়ের আগে সতর্ক করেছিলেন ৷ বলেছিলেন তিনি অনেক অল্প বয়সে বিয়ে করতে চলেছেন৷ এমনকি, সন্তানের বাবা হওয়ার সময়ও তাঁকে শুনতে হয়েছে তিনি সাত তাড়াতাড়ি বাবা হচ্ছেন ! কিন্তু তিনি নিজের সিদ্ধানতে অটল ছিলেন ৷ দাবি অভিনেতার ৷ সন্তানরা এখন তাঁর বন্ধু, অভিমত সুপারহিট নায়কের ৷ সিনেমার কেরিয়ার তাঁর জীবনের অংশ, কিন্তু সম্পূর্ণ জীবন নয়৷ বলেছেন অনিল ৷
আরও পড়ুন : শরীরের আনাচে কানাচে থেকে আদরের দাগ তুলবেন? রইল সোজা উপায়
এ বার দাদু হতে চলেছেন অনিল কপূর ৷ এ বছর মার্চ মাসে সোনম তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেন ৷ স্বামী আনন্দ আহুজার সঙ্গে আদুরে পোস্টে সোনম শেয়ার করেছিলেন সুখবর ৷ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘‘চার হাত৷ তোমাকে সেরাটুকু উজাড় করে দিয়ে ভালবাসা জন্য ৷ দু’টি হৃদয় ৷ তোমার সঙ্গে স্পন্দিত হবে প্রতি মুহূর্তে ৷ একই পরিবার ৷ যাঁরা সব সময় তোমাকে ভালবাসবে ও পাশে দাঁড়াবে ৷ তোমাকে স্বাগত জানানোর জন্য আমাদের আর তর সইছে না৷’’
আরও পড়ুন : প্রেম ছাড়া থাকতেই পারেন না? ঘন ঘন প্রেমে পড়তে ইচ্ছে করে? আপনি এই রোগের শিকার নন তো?
View this post on Instagram
আরও পড়ুন : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?
কাজের দুনিয়ায় সোনমকে এর পর দেখা যাবে ‘ব্লাইন্ড’ ছবিতে ৷ এই ছবিতে তাঁর পাশাপাশি অভিনয় করবেন পুরব কোহলি, বিনায়ক পাঠক ও লিলেট দুবে ৷ ২০১১ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘ব্লাইন্ড’-এর রিমেক হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil kapoor, Sonam Kapoor, Sunita Kapoor