Sonam Kapoor Baby Shower : প্রথম সন্তানের জন্ম দিতে বাবা মায়ের কাছে সোনম, মেয়ের সাধভক্ষণ অনুষ্ঠানে কী আয়োজন করছেন অনিল-সুনীতা?

Last Updated:

Sonam Kapoor Baby Shower : মার্চ মাসে সোনম তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেন

তিনি এখন মুম্বইয়ে অনিল এবং সুনীতা কপূরের কাছে
তিনি এখন মুম্বইয়ে অনিল এবং সুনীতা কপূরের কাছে
মুম্বই : প্রথম সন্তানের জন্ম দিতে অভিনেত্রী সোনম কপূর এখন তাঁর বাবা মায়ের কাছে ৷ তিনি এখন মুম্বইয়ে অনিল এবং সুনীতা কপূরের কাছে৷ শোনা যাচ্চে, কপূর পরিবার বোহেমিয়ান থিমের বেবি শাওয়ার বা সাধভক্ষণের পরিকল্পনা করছেন সোনমের জন্য ৷ সংবাদমাধ্যমে প্রকাশ, অত্যন্ত জমকালো সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
সম্প্রতি অনিল কপূর জানিয়েছেন প্রথম বার দাদু হওয়ার মুখে তাঁর কী অনুভূতি ৷ বলেছেন, ‘‘ জীবনের প্রতি পর্ব আমি উপভেোগ করেছি৷ এবং সব সময় আমি সামনে এগিয়ে গিয়েছি ৷’’ চিরতরুণ ‘মিস্টার ইন্ডিয়া’ বলেন, সকলে তাঁকে বিয়ের আগে সতর্ক করেছিলেন ৷ বলেছিলেন তিনি অনেক অল্প বয়সে বিয়ে করতে চলেছেন৷ এমনকি, সন্তানের বাবা হওয়ার সময়ও তাঁকে শুনতে হয়েছে তিনি সাত তাড়াতাড়ি বাবা হচ্ছেন ! কিন্তু তিনি নিজের সিদ্ধানতে অটল ছিলেন ৷ দাবি অভিনেতার ৷ সন্তানরা এখন তাঁর বন্ধু, অভিমত সুপারহিট নায়কের ৷ সিনেমার কেরিয়ার তাঁর জীবনের অংশ, কিন্তু সম্পূর্ণ জীবন নয়৷ বলেছেন অনিল ৷
advertisement
আরও পড়ুন : শরীরের আনাচে কানাচে থেকে আদরের দাগ তুলবেন? রইল সোজা উপায়
এ বার দাদু হতে চলেছেন অনিল কপূর ৷ এ বছর মার্চ মাসে সোনম তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেন ৷ স্বামী আনন্দ আহুজার সঙ্গে আদুরে পোস্টে সোনম শেয়ার করেছিলেন সুখবর ৷ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘‘চার হাত৷ তোমাকে সেরাটুকু উজাড় করে দিয়ে ভালবাসা জন্য ৷ দু’টি হৃদয় ৷ তোমার সঙ্গে স্পন্দিত হবে প্রতি মুহূর্তে ৷ একই পরিবার ৷ যাঁরা সব সময় তোমাকে ভালবাসবে ও পাশে দাঁড়াবে ৷ তোমাকে স্বাগত জানানোর জন্য আমাদের আর তর সইছে না৷’’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুনচশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?
কাজের দুনিয়ায় সোনমকে এর পর দেখা যাবে ‘ব্লাইন্ড’ ছবিতে ৷ এই ছবিতে তাঁর পাশাপাশি অভিনয় করবেন পুরব কোহলি, বিনায়ক পাঠক ও লিলেট দুবে ৷ ২০১১ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘ব্লাইন্ড’-এর রিমেক হবে
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonam Kapoor Baby Shower : প্রথম সন্তানের জন্ম দিতে বাবা মায়ের কাছে সোনম, মেয়ের সাধভক্ষণ অনুষ্ঠানে কী আয়োজন করছেন অনিল-সুনীতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement