Healthy Lifestyle : শরীরের আনাচে কানাচে থেকে আদরের দাগ তুলবেন? রইল সোজা উপায়

Last Updated:
Healthy Lifestyle : পোশাকি ভাষায় এই দাগের নাম ‘লভ বাইট মার্কস’ বা ‘হিকিজ’৷ সেলেব অঙ্গে এই দাগ ভাল লাগলেও সাধারণ মানুষকে অস্বস্তিতে পড়তে হয় ৷ কী করে এই দাগ তুলবেন, জেনে নিন তার সোজা উপায় ৷
1/7
শারীরিক মিলনের সময় আশ্লেষের আদরের দাগ পড়ে যায় শরীরের আনাচে কানাচে ৷ পোশাকি ভাষায় এই দাগের নাম ‘লভ বাইট মার্কস’ বা ‘হিকিজ’৷ সেলেব অঙ্গে এই দাগ ভাল লাগলেও সাধারণ মানুষকে অস্বস্তিতে পড়তে হয় ৷ কী করে এই দাগ তুলবেন, জেনে নিন তার সোজা উপায় ৷
শারীরিক মিলনের সময় আশ্লেষের আদরের দাগ পড়ে যায় শরীরের আনাচে কানাচে ৷ পোশাকি ভাষায় এই দাগের নাম ‘লভ বাইট মার্কস’ বা ‘হিকিজ’৷ সেলেব অঙ্গে এই দাগ ভাল লাগলেও সাধারণ মানুষকে অস্বস্তিতে পড়তে হয় ৷ কী করে এই দাগ তুলবেন, জেনে নিন তার সোজা উপায় ৷
advertisement
2/7
লভ বাইটের দাগের উপর কোল্ড কম্প্রেস করুন ৷ কোল্ড স্পুন থেরাপিও করতে পারেন ৷ রেফ্রিজারেটরে চামচ রাখুন আধঘণ্টার জন্য ৷ তার পর ক্ষতস্থানে ধরে থাকুন আধঘণ্টার জন্য ৷ দু’দিন ধরে এই টোটকা অনুসরণ করুন ৷ দাগ ধীরে ধীরে হাল্কা হয়ে যাবে ৷ আইসপ্যাক বা ভিজে তোয়ালেও ব্যবহার করতে পারেন ৷
লভ বাইটের দাগের উপর কোল্ড কম্প্রেস করুন ৷ কোল্ড স্পুন থেরাপিও করতে পারেন ৷ রেফ্রিজারেটরে চামচ রাখুন আধঘণ্টার জন্য ৷ তার পর ক্ষতস্থানে ধরে থাকুন আধঘণ্টার জন্য ৷ দু’দিন ধরে এই টোটকা অনুসরণ করুন ৷ দাগ ধীরে ধীরে হাল্কা হয়ে যাবে ৷ আইসপ্যাক বা ভিজে তোয়ালেও ব্যবহার করতে পারেন ৷
advertisement
3/7
অ্যালোভেরার শাঁস দিন লভ বাইটের দাগে ৷ কম যাবে ফোলাভাব ও দাগের তীব্রতা ৷
অ্যালোভেরার শাঁস দিন লভ বাইটের দাগে ৷ কম যাবে ফোলাভাব ও দাগের তীব্রতা ৷
advertisement
4/7
হাতের আলতো পরশে ক্ষতস্থানে দিন কোকোয়া বাটারের পুরু প্রলেপ ৷ এতে রক্তপ্রবাহ বাড়বে ৷ ফিরবে ত্বকের স্থিতিস্থাপকতা ৷
হাতের আলতো পরশে ক্ষতস্থানে দিন কোকোয়া বাটারের পুরু প্রলেপ ৷ এতে রক্তপ্রবাহ বাড়বে ৷ ফিরবে ত্বকের স্থিতিস্থাপকতা ৷
advertisement
5/7
ভিটামিন কে প্রধান ক্রিমও ব্যবহার করতে পারেন লভ বাইটের দাগের উপর ৷ দিতে পারেন পিপারমিন্ট অয়েল ও আনারসের শাঁস ৷
ভিটামিন কে প্রধান ক্রিমও ব্যবহার করতে পারেন লভ বাইটের দাগের উপর ৷ দিতে পারেন পিপারমিন্ট অয়েল ও আনারসের শাঁস ৷
advertisement
6/7
কলার খোসাও ত্বকের জন্য খুবই উপকারী ৷ ত্বকের সংক্রমণ ও জ্বালাভাব দূর করতে উপকারী কলার খোসা ৷ লভ বাইটের উপরও লাগান কলার খোসার পেস্ট ৷ ধীরে ধীরে দাগ হাল্কা হয়ে আসবে ৷
কলার খোসাও ত্বকের জন্য খুবই উপকারী ৷ ত্বকের সংক্রমণ ও জ্বালাভাব দূর করতে উপকারী কলার খোসা ৷ লভ বাইটের উপরও লাগান কলার খোসার পেস্ট ৷ ধীরে ধীরে দাগ হাল্কা হয়ে আসবে ৷
advertisement
7/7
ভিটামিন সি ক্রিমও ত্বকের সমস্যা দূর করতে খুবই কার্যকর ৷ আদরে দাগের উপরও দিতে পারেন এই ক্রিম ৷ কিছু দিনের মধ্যে হাল্কা হয়ে আসবে লভ বাইট মার্কস বা হিকিজ ৷
ভিটামিন সি ক্রিমও ত্বকের সমস্যা দূর করতে খুবই কার্যকর ৷ আদরে দাগের উপরও দিতে পারেন এই ক্রিম ৷ কিছু দিনের মধ্যে হাল্কা হয়ে আসবে লভ বাইট মার্কস বা হিকিজ ৷
advertisement
advertisement
advertisement