ব্র্যাড পিটের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন অ্যাঞ্জেলিনা জোলি!
Last Updated:
গুঞ্জনে এসেছিল বহু আগেই ৷ এবার রীতিমতো শিলমোহর দিলেন অ্যাঞ্জেলিনা জোলি ৷ সোমবার ব্র্যাড পিটের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন জোলি ৷
#নিউইয়র্ক: গুঞ্জনে এসেছিল বহু আগেই ৷ এবার রীতিমতো শিলমোহর দিলেন অ্যাঞ্জেলিনা জোলি ৷ সোমবার ব্র্যাড পিটের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন জোলি ৷
বহুদিন ধরেই ব্র্যাঞ্জেলিনার মধ্যে চলছিল বচসা ৷ কিন্তু সম্পর্ক আদলাতে নিয়ে অ্যাঞ্জেলিনা নিজেই ৷ খবর অনুযায়ী, জোলি আদালতে জমা দিলেন ব্র্যাডের বিরুদ্ধে ডিভোর্সের মামলা ৷
সূত্রের খবর অনুযায়ী, ৬ সন্তানকে নিজের কাছে রাখার জন্য আদালতের কাছে অনুরোধ করেছেন জোলি ৷ চাইলে মাধে মধ্যে সন্তানদের সঙ্গে দেখা করার কথাও বলেছেন আদালতের কাছে ৷ তবে আদালতের কাছে জোলির একটাই অনুরোধ, কোনওমতেই যেন সন্তানদের দায়িত্ব ব্র্যাডের হাতে না আসে ৷
advertisement
advertisement
গুঞ্জনে এসেছে, ব্র্যাড পিটের সঙ্গে বচসার কারণই হল এই ৬ সন্তান৷ বাচ্চাদের সঙ্গে নাকি সঠিক ব্যবহার করতেন না ব্র্যাড৷ সন্তানের দিকে চেয়েই এই বিবাহবিচ্ছেদ চাইছেন জোলি ৷
২০১৪ সালের অগস্ট মাসে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা ৷ জনপ্রিয় এই জুটি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ব্র্যাঞ্জেলিনা নামে ৷ তবে বিয়ের আগে ২০০৪ সাল থেকেই প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন হলিউডের এই দুই তারকা ৷ চলতি বছরের জুলাই মাসে শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল একটি রেস্তোরাঁয় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2016 8:44 PM IST