Radhika Merchant-Anant Ambani Pre-wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট, জামনগর রওনা দিলেন অনু মালিক, গীতা বসরা, সাগরিকা ঘাটগে

Last Updated:

Radhika Merchant-Anant Ambani Pre-wedding: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরের উদ্দেশ্যে রওনা দিলেন অনু মালিক, গীতা বসরা এবং সাগরিকা ঘাটগে।

অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট
জামনগরঃ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরের উদ্দেশ্যে রওনা দিলেন অনু মালিক, গীতা বসরা এবং সাগরিকা ঘাটগে। স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে জামনগরে আসার সময় সাগরিকা ও গীতার সঙ্গে দেখা হয়ে যায় তাঁদের।
বিমানবন্দরে ক্যাজুয়াল পোশাকেই দেখা গিয়েছে অনু মালিককে। পরনে কালো প্যান্টের সঙ্গে ধূসর রঙের টি-শার্ট। পায়ে স্নিকার্স। মুম্বই বিমানবন্দরে সপরিবারে পাপারাৎজ্জিদের পোজ দেন গায়ক। অন্য দিকে, গীতা এবং সাগরিকা সরষে হলুদ পোশাকে হাজির হন বিমানবন্দরে। সাগরিকার পরনে ছিল কো-অর্ড সেট। গীতা বেছে নিয়েছিলেন এমব্রয়ডারির কাজ করা হলুদ-সাদা চুড়িদার। গীতার সঙ্গে ছিলেন তাঁর একরত্তি মেয়েও। প্রাণবন্ত সবুজ পোশাকে ভারি চমৎকার লাগছিল তাঁকে। সাগরিকা তাঁর ক্রিকেটার স্বামী জাহির খানের সঙ্গে বিমানবন্দরে আসেন।
advertisement
আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে চাঁদের হাঁট, পরিবার সহ হাজির হলেন অ্যাটলি কুমার
প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই জামনগরে পৌঁছেছেন সলমন খান, রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও গতকাল রাতে জামনগরে পৌঁছন। প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন পপ তারকা রিহানা। ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা।
advertisement
advertisement
জামনগরের সঙ্গে আম্বানিদের পারিবারিক সম্পর্ক। এই শহর আম্বানি পরিবারে বিশেষ তাৎপর্য বহন করে। জামনগর বিমানবন্দরে প্রতিদিন একক সংখ্যায় বিমান অবতরণ করে। কিন্তু প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে ১ মার্চ প্রায় ৫০টি বিমান অবতরণ করবে। আরআইএল কমপ্লেক্সের রুট হিসেবে জামনগর বিমানবন্দরটি তৈরি করছে রিলায়েন্স।
আরও পড়ুনঃ রাত পোহালেই উৎসব… ‘নক্ষত্রখচিত’ জামনগর, পৌঁছলেন রিহানা, দেখুন ভিডিও
তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
advertisement
প্রাক বিবাহ বাসরে দেশি-বিদেশি অতিথিদের চাঁদের হাট। রিপোর্ট অনুযায়ী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের হোমরা-চোমড়ারা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Radhika Merchant-Anant Ambani Pre-wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট, জামনগর রওনা দিলেন অনু মালিক, গীতা বসরা, সাগরিকা ঘাটগে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement