Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে চাঁদের হাঁট, পরিবার সহ হাজির হলেন অ্যাটলি কুমার

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: পয়াল মার্চ থেরে ৩-রা মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে বসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের আসর।

জামনগর: পয়াল মার্চ থেরে ৩রা মার্চ গুজরাতের জামনগরে বসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের আসর। জমকালো প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হচ্ছেন দেশ-বিদেশের নামকরা তারকা অতিথিরা। সেই ‘চাঁদের হাঁটে’ এসে পৌছলেন দক্ষিণের বিখ্যাত পরিচালক অ্যাটলি কুমার।
জওয়ান পরিচালক অ্যাটলি কুমার বৃহস্পতিবার রাতে গুজরাতের জামনগরে পৌছান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে, অ্যাটলিকে জামনগর বিমানবন্দর থেকে স্ত্রী কৃষ্ণা প্রিয়া এবং ছেলে মীরের সঙ্গে বেরোতে দেখা যায়। শুধু তাই নয় ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায় বিখ্যা পরিচালকল ও তার পরিবারকে। যেই ভিডিও নেট দুনিয়ায় ইতিমধ্যেই ছডিয়ে পড়েছে।
অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে যোগ দিতে ইতিমধ্যেই শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, জাহ্নবী কাপুর, মানুশি চিল্লার, রানি মুখার্জি, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং মনীশ মালহোত্রা সহ দেশ-বিদেশের আরও তারকারা ইতিমধ্যেই জামনগরে পৌছে গিয়েছেন। এছাড়াও আসছেন রজনীকান্ত, আমির খান, অক্ষয় কুমারও তার স্ত্রী টুইঙ্কেল খান্না, অজয় দেবগন, কাজল, সাইফ আলি খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর সহ আরও অনেকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে। অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্টচেন্টের। সম্প্রতি তাঁদের প্রি ওয়েডিংয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। জুলাইতে বসবে বিয়ের আসর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে চাঁদের হাঁট, পরিবার সহ হাজির হলেন অ্যাটলি কুমার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement