Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: মঞ্চ মাতাবেন রিহানা! অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনে আর কী কী চমক থাকছে? দেখুন

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: গুজরাতের জামনগর একেবারে প্রস্তুত। শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট আর শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব। বলাই বাহুল্য যে, ওই অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট! আর বহুলচর্চিত ওই প্রাক-বিবাহ উৎসবের প্রথম দিনে কী কী হতে চলেছে? দেখে নিন।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান হবে তারকা-খচিত ব্যাপার। (ছবি: ইনস্টাগ্রাম এবং ভাইরাল ভায়ানি)
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান হবে তারকা-খচিত ব্যাপার। (ছবি: ইনস্টাগ্রাম এবং ভাইরাল ভায়ানি)
গুজরাত: গুজরাতের জামনগর একেবারে প্রস্তুত। শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট আর শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব। ইতিমধ্যেই ওই শহরে পৌঁছেছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এবং ভারতীয় সেলিব্রিটিরা। বলাই বাহুল্য যে, ওই অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট! আর বহুলচর্চিত ওই প্রাক-বিবাহ উৎসবের প্রথম দিনে কী কী হতে চলেছে, সেই বিষয়ে জানা যাক বিশদে।
শাহরুখ খান, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন পৌঁছেছেন জামনগরে: অনন্ত-রাধিকার এই আনন্দোৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই জামনগরে পা রেখেছেন শাহরুখ খান, সলমন খান, জাহ্নবী কাপুর, মানসী চিল্লর, রানি মুখোপাধ্যায় এবং মণীশ মালহোত্রার মতো তারকারা। বৃহস্পতিবার রাতে জামনগরে অল-হোয়াইট লুকে জামনগরে পৌঁছেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত, চলতি বছরেই প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাবেন এই দম্পতি। বৃহস্পতিবারই সেই কথা ঘোষণা করেছেন তাঁরা। ফলে বিমানবন্দরে পা রাখামাত্রই পাপারাৎজিরা ঘিরে ধরেন ‘দীপবীর’ জুটিকে। এর আগে স্বামী রণবীর কাপুর এবং শাশুড়ি নীতু কাপুরকে সঙ্গে করে জামনগর পৌঁছেছেন আলিয়া ভাট। অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন সপরিবার ‘জওয়ান’-খ্যাত পরিচালক অ্যাটলি।
advertisement
advertisement
রজনীকান্ত এবং অক্ষয় কুমারও কি প্রাক-বিবাহ উৎসবে যোগ দেবেন?
সব তারকার পাশাপাশি অভিনেতা আমির খান এবং রজনীকান্তেরও সপরিবার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে স্ত্রী ট্যুইঙ্কল খান্নাকে নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন অক্ষয় কুমারও। এর পাশাপাশি অজয় দেবগণ, কাজল, সইফ আলি খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং করিশ্মা কাপুরও জামনগরের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
advertisement
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে চাঁদের হাঁট, পরিবার সহ হাজির হলেন অ্যাটলি কুমার
মঞ্চ মাতাবেন রিহানা: অনন্ত-রাধিকার এই বহু প্রতীক্ষিত প্রাক-বিয়ের অনুষ্ঠান মাতাতে চলেছেন দেশ-বিদেশের একাধিক কিংবদন্তি। বৃহস্পতিবারই জামনগরে পৌঁছেছেন রিহানা। বলাই বাহুল্য যে, মঞ্চ মাতিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তিনি। রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবে পারফর্ম করবেন রিহানা এবং ম্যাজিশিয়ান ডেভিড ব্লেইনের মতো নামী সব আন্তর্জাতিক তারকারা। এর পাশাপাশি অনুষ্ঠানে অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো ভারতীয় তারকাদেরও পারফর্ম করার কথা রয়েছে।
advertisement
জামনগরে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত কী কী ঘটতে চলেছে?
তিন দিনব্যাপী ওই প্রাক-বিবাহ উৎসব হবে। এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকমের থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ  কথা বলা হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: মঞ্চ মাতাবেন রিহানা! অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনে আর কী কী চমক থাকছে? দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement