অস্কারের সেরার দৌড়ে বাংলার ‘রক্তকরবী’
Last Updated:
নিউটন অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে ৷ তবে আশার আলো দেখিয়ে এবার অস্কারের দৌড়ে বাংলা ছবি রক্তকরবী ৷
#কলকাতা: নিউটন অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে ৷ তবে আশার আলো দেখিয়ে এবার অস্কারের দৌড়ে বাংলার রক্তকরবী ৷ ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ সেরার দৌড়ে শামিল হল পরিচালক অমিতাভ ভট্টাচার্যের ‘রেড ওলিয়েন্ডা’র্স রক্তকরবী’৷
খবরটার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। কিন্তু খবরটা একদিকে রীতমতো চমকে দেওয়ার মতো, তেমনি খুশি করার মতোও বটে। অমিতাভ ভট্টাচার্য পরিচালিত রক্তকরবী অস্কারের দৌড়ে। তিনশ একচল্লিশটি ছবির ক্যাটেগরিতে জায়গা পেয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা পরিচালকের এই প্রয়াস। যে তালিকায় ডানকার্ক, বিউটি অ্যান্ড দ্য বিষ্ট ও ব্লেড রাণার ২০৪৯ এর মতো ছবি রয়েছে, সেখানে রক্তকরবী তালিকায় জায়গা পাওয়া পরিচালককে গর্বিত করেছে।
advertisement
জেনারেল ক্যাটেগরিতে ৩৪১টি ছবির মধ্যে রয়েছে অমিতাভ ভট্টাচার্যের এই ছবি ৷ ইংলিশ ছবি হিসেবে হলিউডে রিলিজ পেয়েছে এই ছবি ৷ ছবিটি হলিউড রিলিজ করাতেই অস্কারের তালিকায় স্থান পেয়েছে রক্তকরবী ৷
advertisement
রক্তকরবীর পরিচালক অমিতাভ ভট্টাচার্য ৷ ছবিতে অভিনয় করেছে মুখ্য ভূমিকায় মুমতাজ, শান্তিলাল মুখোপাধ্যা, অন্যতম চরিত্রে কৌশিক সেন, রাজেশ শর্মা ৷ রয়েছেন দেবদূত ঘোষ, রাহুল-সহ অনেকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2017 2:15 PM IST