Amitabh Bachhan: অভিষেক-ঐশ্বর্য 'বিচ্ছেদ গুঞ্জন'-এর মাঝে বচ্চনের নয়া পোস্ট, 'ভুল হয়ে গিয়েছে’, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অমিতাভ

Last Updated:

বচ্চন পরিবার মানেই এখন অভিষেক-ঐশ্বর্যর 'বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন'-এর খবর। এরমধ্যেই আচমকা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন! তিনি 'বড়সড় ভুল' করে ফেলেছেন! কিন্তু বিষয়টা কী?

Amitabh Bacchan
Amitabh Bacchan
মুম্বই: বচ্চন পরিবার মানেই এখন অভিষেক-ঐশ্বর্যর ‘বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন’-এর খবর। এরমধ্যেই আচমকা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন! তিনি ‘বড়সড় ভুল’ করে ফেলেছেন! কিন্তু বিষয়টা কী? তবে খোলসা করেই বলা যাক!
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিগ বি। ক্যামেরার সামনে ছুটছেন তিনি। ভেবেছিলেন ১৯৯১ সালের অগ্নিপথের ক্লিপ। সেই মত ক্যাপশন লিখেছিলেন।
ভিডিও দেখে নেটিজেনরা অবাক। এটা তো অগ্নিপথের ক্লিপ নয়। অমিতাভ অভিনীত ‘আকাইলা’ সিনেমার ভিডিও। সে কথা কমেন্টে জানানও অনেকে। এরপরই ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেন অমিতাভ। তিনি লেখেন, “ক্ষমা চাইছি… ছবিটা অগ্নিপথের ভেবে দিয়েছিলাম… ভুল, ওটা ‘আকাইলা’-এর ক্লিপ। শুভান্যুধায়ীদের ধন্যবাদ।’’
advertisement
advertisement
(Screengrab of Amitabh Bachchan’s Instagram story) (Screengrab of Amitabh Bachchan’s Instagram story)
বর্তমানে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কল্কি ২৯৮৯ এডি’। দর্শকদের মুখে মুখে শুধু অমিতাভের অভিনয়ের প্রশংসা। সিনেমা সমালোচকরা বলছেন, ৮১ বছর বয়সেও তাঁর স্ক্রিন প্রেজেন্স চমকে দেওয়ার মতো। তাড়িয়ে তাড়িয়ে কল্কি-এর এই সাফল্য উপভোগ করছেন অমিতাভ। কয়েকদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবিও শেয়ার করেছিলেন। বড় হাতের মতো কাঠামোর সামনে তার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। চারদিকে আলো ঝুলছে। ক্যাপশনে লিখেছিলেন, “আরে…কল্কির কাজ চলছে। খুব ঘুরছি।’’
advertisement
এদিকে, ‘কৌন বানেগা ক্রোরপতি’-এর শ্যুটিং শুরু করেছেন অমিতাভ। গত সপ্তাহে শোয়ের সেট থেকে তার ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেতা। সাদা কালো ছবি। দু’হাত দু’দিকে ছড়িয়ে দর্শকদের স্বাগত জানাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, “T 5082 – KBC-এর ১৬ তম সিজন নিয়ে ফিরছি।’’ এই নিয়ে অমিতাভ অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তুঙ্গে। ১৫ তম সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশ্যে আবেগাপ্লুত কন্ঠে অমিতাভ বলেছিলেন, “দেবী অউর সজ্জনো, আপাতত আমরা বিদায় নিচ্ছি। কাল থেকে আর এই মঞ্চ আমাদের জন্য সাজবে না। কাল থেকে আর এখানে আসব না, আপনাদের এ কথা বলার মতো সাহস জোগাতে পারছি না, মনও চাইছে না। আমি অমিতাভ বচ্চন, শেষবারের মতো আপনাদের বলছি, শুভরাত্রি।’’
advertisement
অমিতাভের এই মন্তব্যের পর অনেকেই ভেবেছিলেন কেবিসি বোধহয়, এখানেই শেষ হচ্ছে। এপ্রিল মাসে কেবিসি-র ১৬ তম সিজনের প্রোমো সামনে আনেন শোয়ের কর্মকর্তারা। এখন রেজিস্ট্রেশন চলছে। তবে অফিসিয়াল প্রিমিয়ারের তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachhan: অভিষেক-ঐশ্বর্য 'বিচ্ছেদ গুঞ্জন'-এর মাঝে বচ্চনের নয়া পোস্ট, 'ভুল হয়ে গিয়েছে’, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অমিতাভ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement