Amitabh Bachchan | KBC 13 : কেন বড় পর্দা থেকে ছোট পর্দায় 'কৌন বনেগা ক্রোড়পতি' শুরু করেছিলেন? প্রকাশ্যে আনলেন বিগবি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan | KBC 13 : ২০০০ সাল থেকে এই সঞ্চালকের আসনে দেখা গিয়েছে তাঁকে। বলা ভালো, সঞ্চালনার এক নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি।
#মুম্বই: সারা বিশ্বে অমিতাভ বচ্চনের (Amitabh BAchchan) ভক্তের সংখ্যা অগুন্তি। ছবির পর্দায় অভিনেতা হিসেবে তো অবশ্যই। তবে সঞ্চালক হিসেবেও তিনি সফল। কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র (Kaun Banega Crorepati) মঞ্চে তাঁর সঞ্চালনা বছরের পর বছর ধরে মুগ্ধ করেছে। ২০০০ সাল থেকে এই সঞ্চালকের আসনে দেখা গিয়েছে তাঁকে। বলা ভালো, সঞ্চালনার এক নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। কিন্তু কেন সেই সময়ে বড় পর্দার অভিনয় ছেড়ে ছোট পর্দার সঞ্চালনায় এলেন তিনি? সম্প্রতি 'কেবিসি'-র (Kaun Banega Crorepati) এক এপিসোডে সেসব কথাই প্রকাশ্যে এনেছেন বিগবি।
এই এপিসোডে (Kaun Banega Crorepati) শোয়ের হটসিটে উপস্থিত ছিলেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা ও নব্যা নভেলি নন্দা। পারিবারিক এই এপিসোডে ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়েছিলেন জয়া বচ্চনও। এদিন KBC 13-এ ১০০০ এপিসোজ সম্পূর্ণ করলেন অমিতাভ। সেই উপলক্ষে শ্বেতা তাঁকে জিজ্ঞাসা করেন, কেমন উপলব্ধি। তার উত্তরেই অমিতাভ (Amitabh BAchchan) জানান কেন তিনি এই শো বেছে নিয়েছেন।
advertisement
advertisement
অমিতাভ (Amitabh BAchchan) বলেন, "আসলে ২১ বছর হয়ে গিয়েছে। ২০০০ সালে এর শুরু হয়েছিল। আর সেই সময়ে আমি জানতাম না। সবাই বলত আপনি বড় পর্দা থেকে ছোট পর্দায় যাচ্ছেন, আপনার ভাবমূর্তি এতে খারাপ হবে। কিন্তু আমাদের এমন পরিস্থিতি ছিল যে ছবির কাজ পাচ্ছি না। কিন্তু প্রথম ব্রডকাস্টের পরেই যা প্রতিক্রিয়া পেয়েছিলাম তাতে দুনিয়া বদলে গিয়েছিল।" বিগবি আরও বলেন, "সবচেয়ে ভালো বিষয় হল, যত জন প্রতিযোগী এসেছেন প্রতিদিন আমি তাঁদের থেকে আমি কিছু না কিছু শিখেছি।"
advertisement
advertisement
প্রসঙ্গত এপিসোডে জয়া বচ্চন যোগ দেওয়ায়, আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পরিবারের মধ্যে বিভিন্ন রসিকতাও চলে। উল্লেখ্য, কৌন বনেগা ক্রোড়পতি ব্রিটিশ শো 'Who Wants to Be a Millionaire?'-এর অনুকরণে তৈরি হয়েছিল। বিগবি (Amitabh BAchchan) এই শোয়ের সঙ্গে টানা ১২ বছর যুক্ত রয়েছেন। শুধু মাঝে কেবিসি সিজন থ্রি-এর সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2021 4:56 PM IST