Amitabh Bachchan: 'আমার অসহায় লাগে...' অমিতাভের নতুন পোস্ট ঘিরে জল্পনা! জীবনে কী ঘটতে চলেছে তাঁর?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
তিনিই সঞ্চালক। আবার তিনিই প্রতিযোগীদের সামনে মূর্তিমান অনুপ্রেরণা। এ দিকে, অমিতাভ জানান তিনি শেখেন তাঁর প্রতিযোগীদের কাছ থেকেই। এত মানুষের এত গল্প তাঁকে মুগ্ধ করে যে তিনি নিজেই সমৃদ্ধ হন বলে জানান।
মুম্বই: বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের ব্লগ পড়ার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। সম্প্রতি বিষাদের সুর শোনা গেল অমিতাভের ব্লগে। জনপ্রিয় শো ‘কউন বনেগা ক্রোড়পতি’র সেট থেকে আসার পর লিখতে বসেছিলেন অভিনেতা। লিখলেন, “আমার অসহায় লাগে…”। কেন? সেটাও জানালেন অমিতাভ। ‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন খেলার ধাঁচ বদলেছে। নতুন প্রতিযোগীরা আসছেন। তাঁদের জীবনের লড়াইয়ের কাহিনি শুনে বুক কেঁপে উঠেছে অমিতাভের। জানালেন, এর পরও হাসিমুখে হট সিটে বসে আছেন সেই সব প্রতিযোগীরা। তাঁদের কুর্নিশ করতে চান অমিতাভ।
অমিতাভ লিখছেন, ” এই সমস্ত পুরুষ এবং মহিলাদের জীবনসংগ্রামের কথা জানতে পারবেন লক্ষ লক্ষ মানুষ। সাহস থাকলে একটি বাচ্চা মেয়েও যে সমস্ত কঠোর বাস্তবের মোকাবিলা করতে পারে তা দেখলাম। আমার অসহায় লাগে এঁদের লড়াইয়ের কথা জেনে। শুধু খেলা নয়, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।” প্রতিযোগীরা যাতে তাঁদের জীবনের যাবতীয় যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেন, সেই কামনাই করেন অমিতাভ।
advertisement
‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন এখন কয়েক সপ্তাহ ধরে শুটিং চলছে। তবে নির্মাতারা এখনও প্রিমিয়ারের তারিখ ঘোষণা করেননি। বহু বছর ধরে চলা এই টিভি শো নিয়ে উন্মাদনা রয়েছে দেশ-বিদেশে। সেই সঙ্গে অমিতাভের জনপ্রিয়তাও এতটুকু কমেনি। তিনিই সঞ্চালক। আবার তিনিই প্রতিযোগীদের সামনে মূর্তিমান অনুপ্রেরণা। এ দিকে, অমিতাভ জানান তিনি শেখেন তাঁর প্রতিযোগীদের কাছ থেকেই। এত মানুষের এত গল্প তাঁকে মুগ্ধ করে যে তিনি নিজেই সমৃদ্ধ হন বলে জানান।
advertisement
advertisement
এবারের ‘কউন বনেগা ক্রোড়পতি’ শো সম্পূর্ণ নতুন রূপে আসতে চলেছে। অমিতাভ তাঁর ব্লগে জানান, এত আবেগ এত করুণ জীবনছবি দেখেছেন তিনি প্রতিযোগীদের চোখ দিয়ে যে তাঁর অসহায় লাগছে। কতটুকুই বা করতে পারেন আর!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 5:16 PM IST