Lockdown Effect: বড়পর্দায় নয়, অ্যামাজনে মুক্তি পাচ্ছে অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’

Last Updated:

এই তালিকাতেই নাম লিখিয়ে ফেলল, বহুদিন ধরে চর্চায় থাকা পরিচালক সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’ ৷

#মুম্বই: ঠিক লকডাউনের আগেই মুক্তি পেয়েছিল প্রয়াত ইরফান খান অভিনীত শেষ ছবি ‘অংরেজি মিডিয়াম’ ৷ লকডাউনের মুখে পড়ে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে এই ছবির ব্যবসা ৷ উপায় না পেয়ে, তাই চটজলদি এই ছবিটি প্রিমিয়ার করা হয় ওয়েবে ৷ সেই পথেই এবার হাঁটতে চলেছে বলিউডের বেশ কিছু বড়মাপের ছবি ৷ শোনা গিয়েছে, অক্ষয় কুমারের লক্ষ্মী বম্ব, রণবীর সিংয়ের ৮৩, জাহ্নবী কাপুরের গুঞ্জন শর্মার মতো ছবিগুলোও মুক্তি পেতে পারে অ্যামাজন ও নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে !
এই তালিকাতেই নাম লিখিয়ে ফেলল, বহুদিন ধরে চর্চায় থাকা পরিচালক সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’ ৷ অনেক টাল বাহানার পর অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার এই ছবি এবার মুক্তি পেতে চলেছে অ্যামাজনে ৷ খবর অনুযায়ী, জুন মাসের ১২ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে গুলাবো সিতাবো !
বহুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল অমিতাভ ও আয়ুষ্মানের এই ছবির লুক ৷ এমনকী, নানা সাক্ষাৎকারে সুজিত সরকার জানিয়ে ছিলেন আয়ুষ্মান ও অমিতাভকে জুটি বানিয়ে এই ছবি বলিউডকে একেবারে অন্যরকম গল্প উপহার দেবে ৷ এক বাড়ির মালিক ও ভাড়াটে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির গল্প ৷
advertisement
advertisement
আয়ুষ্মান খুরানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ‘শেষমেশ এই ছবি মুক্তি পাচ্ছে, সেটা সত্যিই খুশির খবর৷ এই ছবি আমার হৃদয়ের খুব কাছের ৷ সুজিত সরকারই আমাকে প্রথম বলিউডে নিয়ে এসেছিলেন ৷ সেই সুজিত সরকারের সঙ্গেই আবার কাজ করতে পেরেছি ৷ শুধু তাই নয়, অমিতাভজির সঙ্গে কাজ করাটা তো একটা স্বপ্নের মতো৷’
advertisement
অন্যদিকে অমিতাভ বচ্চনও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে লেখেন, ‘এখন থেকেই শুরু অ্যাডভান্স বুকিং !’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lockdown Effect: বড়পর্দায় নয়, অ্যামাজনে মুক্তি পাচ্ছে অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement