Amir Khan's daughter: ডিপ্রেশনের শিকার আমির কন্যা! ‘পরিবারেও আছে মানসিক স্বাস্থ্যের সমস্যা’, কেন বললেন ইরা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নিজের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে বরারবরই অকপট আমির খানের কন্যা ইরা খান। সুপারস্টারের কন্যা হলেও মন খারাপ তাঁর সঙ্গী। তিনি ডিপ্রেসনের শিকার।
নিজের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে বরারবরই অকপট আমির খানের কন্যা ইরা খান। সুপারস্টারের কন্যা হলেও মন খারাপ তাঁর সঙ্গী। তিনি ডিপ্রেসনের শিকার। এ কথা অবশ্য আগেও বলেছেন ইরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও খোলাখুলি আলোচনা করলেন৷ সেই প্রসঙ্গেই উঠে এসেছে তাঁর পরিবারের মানসিক স্বাস্থ্যের বিষয়৷
এখনও ওষুধ খেতে হয় ইরাকে৷ এমনটাই সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি৷ ‘‘প্রতি ৮-১০ মাসে আমার একটি বড় ক্র্যাশ হয়৷ এটা কিছুটা জিনগত, কিছুটা মনস্তাত্ত্বিক আর খানিকটা সামাজিক৷ এই ব্যাপারটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে৷ কিন্তু আমার পরিবারে মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে’’, এমনটাই জানিয়েছেন ইরা৷
advertisement
advertisement
বেশ কয়েকবছর আগে ২০১০ সালে মানসিক স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় লেখা পোস্ট করেন ইরা খান৷ সঙ্গে ছিল একটি ভিডিও৷ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে-র দিন নিজের মন খারাপের ঝাঁপি উপুড় করেছিলেন আমির কন্যা৷
advertisement
ইরা বলেছিলেন, ‘‘অনেক কিছু চলছে, অনেকের অনেক কিছু বলার আছে৷ কিছু জিনিস সত্যিই বিভ্রান্তিকর এবং মনের চাপ বাড়ায়৷…।’’ পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার এই যাত্রায় তাঁ সঙ্গী হতেও অনুরোধ করেন সবাইকে৷ ‘ইরার কথায়, ‘মানসিক স্বাস্থ্য এবং মানসিক অসুস্থতা সম্পর্কে কথা বলতে তাই এই যাত্রায় আমার সঙ্গে আসুন…।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 4:37 PM IST