Deepika Padukone: দীপিকার মতো সুন্দরী হতে চান? সকাল শুরু করুন এভাবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দিনের যে কোনও সময়ই হোক, দীপিকা পাডুকোনের রূপের ছটায় মুগ্ধ হতেই হয়। কিন্তু সারাদিন এত এনার্জি কীভাবে ধরে রাখেন দীপিকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সকালের রুটিন শেয়ার করেছেন দীপিকা৷
advertisement
ফোন ডিটক্স সকলে উঠে ফোন চেক করার বদঅভ্যাস আমাদের অনেকেরই৷ তবে ঘুম ভাঙার পর ফোন ঘেঁটে দেখার প্রবল ইচ্ছা থেকে নিজেকে বিরত রাখেন দীপিকা৷ তিনি বললেন,‘‘আমি ৫ মিনিটের জন্য আমার অ্যালার্মটাকে স্নুজ করে রাখি৷ সেইসঙ্গে চেষ্টা করি আমার ফোনটাকে না দেখার৷ প্রথমেই একটু গরম জল খাই৷ নাহলে শুধুমাত্র শান্ত হয়ে বসি৷ সকালের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ৷’’
advertisement
advertisement
advertisement