Salman Khan: সিগারেট হাতে নিয়েই সঞ্চালনা করছেন সলমন! নেটমাধ্যমে ছবি ভাইরাল হতেই তুমুল সমালোচনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সম্প্রতি বলিউডের সুপারস্টার সলমন খান ক্যামেরাবন্দি হলেন হাতে সিগারেট নিয়ে৷
‘ধূমপান করবেন না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’। প্রতিটি সিনেমা বা ছবির শুরুতেই দেওয়া থাকে এই সতর্কবার্তা। ধূমপানের ফলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। তাই দর্শকদের এই খারাপ অভ্যাস থেকে বিরত রাখতেই এমন বিবৃতি দেন নির্মাতারা। কিন্তু খোদ তারকাই যদি সিগারেট হাতে ধরা দেন তাহলে? সম্প্রতি বলিউডের সুপারস্টার সলমন খান ক্যামেরাবন্দি হলেন হাতে সিগারেট নিয়ে৷
‘বিগ বস’ আর বিতর্ক, দুই-ই যেন সমার্থক৷ কিছুদিনে আগেই জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরির চুম্বন নিয়ে একপ্রস্থ ঝামেলা হয়েছে৷ ঘটনায় চটে গিয়ে জাদ এবং আকাঙ্খাকে কড়া ভাষায় দেগেছিলেন সলমন খান৷ তবে এবার বিতর্কে জড়ালেন ‘ভাইজান’ নিজেই৷ বিগ বসের ওটিটি ২ এর সঞ্চালনা করার সময়ই তাঁকে সিগারেট হাতে দেখা গেল৷ প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় এক হাতে সিগারেট ধরেছিলেন সলমন৷ রিয়্যালিটি শোয়ের এই ক্লিপটি ভাইরাল হয়৷ ভাইজানের এহেন ব্যবহার যে মোটেই খুশি নন নেটনাগরিকরা। ছবির কমেন্ট বক্স দিচ্ছে তেমনই ইঙ্গিত৷
advertisement
advertisement
সিগারেট হাতে শো সঞ্চালনা করার জন্য সলমনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনেরা৷ সলমনকে ‘হিপোক্রিট’ বলতেও ছাড়েনি অনেকে৷ কেউ কেউ আবার টেনে এনেছেন জাদ-আকাঙ্খার প্রসঙ্গ৷ এক ব্যক্তি লিখেছেন,‘‘নৈতিকতা নিয়ে উনি অন্যদের জ্ঞান দেন কীভাবে?’’৷ আইনি দিক থেকে ফাঁদে পড়বেন না সলমন৷ কারণ এটি ওটিট প্ল্যাটফর্ম, টিভি নয়৷ এ কথা শুনিয়ে এক নেটনাগরিকের মন্তব্য, ‘‘উনি আবার প্রতিযোগীদের (বিগ বসের) সংস্কার নিয়ে জ্ঞান দেন, হাস্যকর৷’’
advertisement
সচরাচর এমন আচরণ আগে করতে দেখা যায় নি সলমনকে৷ কেন তিনি করলেন এমন কাজ? তা জানতে মুখিয়ে তাঁর অনুরাগীদের একাংশ৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিগ বসের ঘরে ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে একে অপরকে চুম্বন করছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী। ঘটনায় রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন বলিউডের ভাইজান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 11:17 AM IST