Panchayat 4 Review: প্রত্যাশার পারদ চড়ছিল, রিলিজেই কি বাজিমাত পঞ্চায়েত সিজন ৪-র, কেমন হল

Last Updated:

Panchayat 4 Review: অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা প্রমুখরা। 

পঞ্চায়েত সিজন ৪-র রিভিউ
পঞ্চায়েত সিজন ৪-র রিভিউ
কলকাতা:  তৃতীয় সিজন শেষ হওয়ার পর থেকে চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। Amazon Prime Video-য় এসে গিয়েছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা প্রমুখরা।
‘পঞ্চায়েত’ নিয়ে বরাবরই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এদিকে তৃতীয় সিজন বেশ টানটান জায়গায় গিয়ে শেষ হয়েছিল, ফলে দর্শকদের প্রত্যাশাও অনেকটাই বেশি ছিল। তবে নতুন সিজন আসার পর দেখা যায় যে, চতুর্থ সিজন কিন্তু সেই জাদুটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি।
চতু্র্থ সিজনের গল্প আবর্তিত হয়েছে ফুলেরার স্থানীয় নির্বাচনে মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর দ্বৈরথকে ঘিরেই। তাঁদের দু’জনের হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মঞ্জুদেবীর স্বামী ব্রিজভূষণ তথা প্রধানজি এবং ক্রান্তি দেবীর স্বামী বনরাক্ষস। একাধিক কৌশল, একে অপরকে নিয়ে ঠাট্টা ও তির্যক মন্তব্য এবং গ্রাম্যজীবনের সমস্যা – এই সবই চতুর্থ সিজনের গল্পের প্রেক্ষাপটকে কোথাও গিয়ে যেন দমিয়ে দিয়েছে। তাই নতুন এনার্জির সঞ্চার হওয়ার পরিবর্তে মনে হবে যে, গল্পটিকে যেন টেনে-হিঁচড়ে বাড়ানো হয়েছে। এমনকি এ-ও মনে হতে পারে যে, গল্পটির বুনন ঠিক মতো করতে পারেননি নির্মাতারা।
advertisement
advertisement
এই সিজনের সবথেকে বড় সমস্যা হল – এর ধীর গতি। মূলত পটভূমির উপর মনোনিবেশ সেভাবে করা হয়নি। গোটা গল্পটিই যেন নির্বাচনী লড়াইকে ঘিরেই আবর্তিত হয়েছে। অন্য কোনও সাবপ্লট তৈরি করা যায়নি, যেখানে পঞ্চায়েত এক সময় দর্শকদের মধ্যে একটা অন্য স্তরের মুগ্ধতা ছড়িয়ে দিতে পেরেছিল।চতুর্থ সিজনের দ্বিতীয় ভাগে পৌঁছেই যেন অপেক্ষার নিরসন ঘটে। আসলে ভোটের ফলাফল জানার জন্য এই এপিসোডের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। ফলে এর উন্মাদনার তাল যেন আগেই কোথাও কেটে যায়।
advertisement
শুধু তা-ই নয়, এই পর্বে দর্শকরা সচিবজি এবং রিঙ্কির প্রেম দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন। অথচ সেখানেও এসেছে হতাশা। তাঁদের সম্পর্কের গতি কিংবা রসায়ন আগের সিজনের জায়গাতেই আটকে ছিল। আবার প্রধানজি আর বিধায়কের মধ্যে থাকা দ্বন্দ্বকেও যেন গুরুত্ব দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, তৃতীয় সিজনের শেষে প্রধানজিকে গুলিবিদ্ধ হতে দেখা গিয়েছিল। কিন্তু কে গুলি চালিয়েছিল, সেটা অবশ্য রহস্য ছিল। এখানে সেই বিষয়টাকেও উত্থাপন করা হয়নি। ফলে বড় রকমের ফাঁক থেকে গিয়েছে।
advertisement
তবে ‘পঞ্চায়েত সিজন ৪’-এর সবথেকে ভাল দিক হল, এই সিরিজের কলাকুশলীরা। লেখনী দুর্বল হলেও প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করে গিয়েছেন। নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব সেই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। অন্যদিকে পর্দায় কম দেখা গেলেও সুনীতা রাজওয়ার নিজের সবটুকু দিয়ে দুর্ধর্ষ অভিনয় করেছেন। বনরাকস চরিত্রটিকেও দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন পঙ্কজ ঝা-ও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Panchayat 4 Review: প্রত্যাশার পারদ চড়ছিল, রিলিজেই কি বাজিমাত পঞ্চায়েত সিজন ৪-র, কেমন হল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement