Alka Yagnik: 'BTS কে?' যাদের হারিয়ে রেকর্ড গড়লেন, সেই তুমুল জনপ্রিয় ব্যান্ডকেই চেনেন না অলকা!

Last Updated:

Alka Yagnik: BTS হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি ব্যান্ড। সাতজন সদস্যকে নিয়ে তৈরি এই কে-পপ ব্যান্ড সঙ্গীত জগতে একাধিক রেকর্ড ভেঙেছে।

BTS-কে চিনতেন না অলকা
BTS-কে চিনতেন না অলকা
মুম্বই: নতুন পালক জুড়েছে অলকা ইয়াগনিকের মুকুটে। ২০২২-এ সারা বিশ্বে সবথেকে বেশিবার তাঁর গানই শোনা হয়েছে। ১৪.৮ বিলিয়ন! ঠিক এতবারই ইউটিউবে তাঁর ইউটিউবে তাঁর কণ্ঠ শুনেছেন শ্রোতারা। আর এই দৌড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন BTS-কেও।
BTS হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি ব্যান্ড। সাতজন সদস্যকে নিয়ে তৈরি এই কে-পপ ব্যান্ড সঙ্গীত জগতে একাধিক রেকর্ড ভেঙেছে। গ্র্যামি-র জন্য মনোনীত হয়েছেন তাঁরা। সারা বিশ্বে এই ব্যান্ডের জনপ্রিয়তা দেখার মতো। কিন্তু সঙ্গীত নিয়ে চর্চা করেও এই ব্যান্ডের ব্যাপারে জানতেনই না অলকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন গায়িকা।
advertisement
advertisement
অলকা তাঁর মেয়ে শ্যেষার কাছ থেকে এই ব্যান্ডের বিষয়ে জানতে পারেন। তার আগে এই বিখ্যাত কে-পপ ব্যান্ডের অস্তিত্ব সম্পর্কে কোনও ধারণা ছিল না অলকার। তিনি বলেন, "আমি শ্যেষার কাছে জানতে চাই, BTS কে? ও ফোনে হেসে গড়াগড়ি খাচ্ছিল।"
advertisement
যতক্ষণ শ্রোতারা তাঁর কাজ পছন্দ করছেন, তত ক্ষণে নম্বরের দৌড় নিয়ে চিন্তিত নন অলকা। তাঁর কথায়, "আমার গান বেশি স্ট্রিম হচ্ছে না কম, সেটা নিয়ে ভাবিত নই। মানুষ আমার গান শুনছেন, পছন্দ করছেন, আমাকে আপন করে নিয়েছেন। এটাই আমার কাছে অনেক।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alka Yagnik: 'BTS কে?' যাদের হারিয়ে রেকর্ড গড়লেন, সেই তুমুল জনপ্রিয় ব্যান্ডকেই চেনেন না অলকা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement