কলকাতা: সাতসকাল দুঃসংবাদ পেলেন ইমন! 'জানি না আমি কী ভুল করেছি', ভেঙে পড়েছেন গায়িকা
সকাল সকাল দুঃসংবাদ পেলেন ইমন চক্রবর্তী। গায়িকার বহু দিনের পরিশ্রম যেন মুহূর্তেই মাটি! পুরো বিষয়টি ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন তিনি।
ছবিতে গান গাওয়ার পাশাপাশি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছিলেন ইমন। সেখানে সঙ্গীত নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চালাতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। শ্রোতামহলেও জনপ্রিয়তা পেয়েছিলে চ্যানেলটি। কিন্তু ইউটিউব থেকে সেই চ্যানেলটি সরিয়ে দেওয়া হয়।
ইমন লেখেন, 'আজ সকালে ইউটিউব থেকে মেল পেলাম। ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেলটা সরিয়ে দেওয়া হয়েছে। জানি না আমি কী ভুল করেছি। কোনও নিয়মভঙ্গ করেছি কি ন। তা-ও জানি না। আমরা এই চ্যানেলটিকে অনেক কিছু দিয়েছি। কিন্তু সেটা হঠাৎই চলে গেল। বিষয়টা খুবই ভয়ের এবং দুর্ভাগ্যজনক।'
ফেসবুক লাইভে এসেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ইমন। অনুরাগীদের অনুরোধ করেন, নেটমাধ্যমে এই বিষয়ে প্রতিবাদ করতে।
ইমনের পোস্ট দেখে চিন্তিত তাঁর শুভানুধ্যায়ী থেকে অনুরাগীরা। এই সমস্যার সমাধানের জন্য ইমন এ বার কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Iman Chakraborty, Singer