Iman Chakraborty: সাতসকালে দুঃসংবাদ পেলেন ইমন! 'জানি না আমি কী ভুল করেছি', ভেঙে পড়েছেন গায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Iman Chakraborty: ছবিতে গান গাওয়ার পাশাপাশি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছিলেন ইমন। সেখানে সঙ্গীত নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চালাতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।
কলকাতা: সাতসকাল দুঃসংবাদ পেলেন ইমন! 'জানি না আমি কী ভুল করেছি', ভেঙে পড়েছেন গায়িকা
সকাল সকাল দুঃসংবাদ পেলেন ইমন চক্রবর্তী। গায়িকার বহু দিনের পরিশ্রম যেন মুহূর্তেই মাটি! পুরো বিষয়টি ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন তিনি।
ছবিতে গান গাওয়ার পাশাপাশি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছিলেন ইমন। সেখানে সঙ্গীত নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চালাতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। শ্রোতামহলেও জনপ্রিয়তা পেয়েছিলে চ্যানেলটি। কিন্তু ইউটিউব থেকে সেই চ্যানেলটি সরিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
ইমন লেখেন, 'আজ সকালে ইউটিউব থেকে মেল পেলাম। ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেলটা সরিয়ে দেওয়া হয়েছে। জানি না আমি কী ভুল করেছি। কোনও নিয়মভঙ্গ করেছি কি ন। তা-ও জানি না। আমরা এই চ্যানেলটিকে অনেক কিছু দিয়েছি। কিন্তু সেটা হঠাৎই চলে গেল। বিষয়টা খুবই ভয়ের এবং দুর্ভাগ্যজনক।'
ফেসবুক লাইভে এসেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ইমন। অনুরাগীদের অনুরোধ করেন, নেটমাধ্যমে এই বিষয়ে প্রতিবাদ করতে।
advertisement
ইমনের পোস্ট দেখে চিন্তিত তাঁর শুভানুধ্যায়ী থেকে অনুরাগীরা। এই সমস্যার সমাধানের জন্য ইমন এ বার কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 12:44 PM IST