Alia Bhatt: মায়ের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপ; কন্যা রাহার জন্য তাই চরম সিদ্ধান্ত আলিয়ার

Last Updated:

Alia Bhatt: কিন্তু একজন ওয়ার্কিং মা হিসেবে সন্তানের পাশাপাশি কাজের দায়িত্ব সামলাতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি তাঁকে হতে হয়েছে, সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কন্যা রাহার সঙ্গে আলিয়া ভাট
কন্যা রাহার সঙ্গে আলিয়া ভাট
মুম্বই : ২০২২ সালে বলিউডের পাওয়ার কাপল আলিয়া ভাট এবং রণবীর কাপুরের জীবন আলো করে জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান রাহা কাপুর। অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শুরু করে মা হওয়ার পরেও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু একজন ওয়ার্কিং মা হিসেবে সন্তানের পাশাপাশি কাজের দায়িত্ব সামলাতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি তাঁকে হতে হয়েছে, সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, এর পাশাপাশি কাজ করতে গিয়ে নিজের মাকে অবহেলা করার প্রসঙ্গও উঠে এল তাঁর কথায়।
দ্য নড ম্যাগ-এর সঙ্গে আলাপচারিতায় স্মৃতি হাতড়ে আলিয়ে বলেন, “আমার মনে আছে, আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, তখন লন্ডনে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং করছিলাম। ওই সময় আমি প্রায় তিন দিন ঘুমোতে পারিনি। কারণ আমার সেই সময় চরম অপরাধবোধ হয়েছিল যে, আমি তেমন ভাল কন্যা হতে পারিনি।” আলিয়ার কথা শেষ হতে না হতেই আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান যোগ করেন যে, “মানসিক স্বাস্থ্যের উপর খুবই গুরুত্ব দেয় ও। কিন্তু এমনও সময় গিয়েছে, যখন আমাদের ফোন না তোলা কিংবা আমাদের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে ও খুবই উদ্বিগ্ন থাকত।”
advertisement
আলিয়া জানান যে, তিনি যেহেতু মাত্র ২৩ বছর বয়স থেকে কাজ করতে শুরু করেছেন, তাই মায়ের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ পাননি। অভিনেত্রীর কথায়, “মাত্র ২৩ বছর বয়সেই আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। দীর্ঘ শ্যুটিং শিডিউলের জেরে বাড়ি থেকে দূরে থাকতাম। এক-এক সময় তো তোমরা জানতেও পারতে না যে, আমি কোন শহরে রয়েছি। আর এটাই আমার জীবনের এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নির্ধারিত জায়গা ছিল। কিন্তু আমার মনে হয়, আমি খুব কম বয়সেই বাড়ি ছেড়েছি – আর আমি চাই না রাহার সঙ্গে এমনটা ঘটুক। বিশ্বাস করবেন কি না জানি না, সাধারণ ভাবে আমি উন্নত চিন্তাধারার মানুষ, কিন্তু রাহার ক্ষেত্রে দিন যেভাবে আসছে, সেভাবেই নিচ্ছি। সম্প্রতি বাবা আমায় বলছিলেন, যদি রাহাকে পড়ে যেতে না দাও, তাহলে সেটা তোমার বড় ভুল হবে। কারণ রাহা কখনও পড়ে গেলেও নিজে উঠে দাঁড়াতে শিখবে না।”
advertisement
advertisement
আরও পড়ুন : দেখো রে নয়ন মেলে অভিনবের অভিনয়! কিন্তু কতটা জমল ফেলু মিত্তিরের মগজাস্ত্রের অভিযান?
এই আলাপ-আলোচনা চলাকালীন সোনি রাজদান কন্যা আলিয়াকে আরও বলেন যে, “মনে আছে ওই দিনগুলোয় আমার নিজেকে মা কম, তার থেকেও বেশি ম্যানেজার বলে মনে হত। সকালে চা খাওয়ার সময় মাত্র পাঁচ মিনিট আমার সঙ্গে কাটাতে তুমি।” তবে অবশ্য কন্যার কৃতিত্ব এবং চূড়ান্ত সাফল্যে কিন্তু গর্বিত অভিনেত্রী সোনি রাজদান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt: মায়ের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপ; কন্যা রাহার জন্য তাই চরম সিদ্ধান্ত আলিয়ার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement