Alia Bhatt- Ranbir Kapoor : বিয়ের জল্পনা তুঙ্গে! কিন্তু আলিয়াকে ছেড়েই নাকি পার্টি করবেন রণবীর
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Alia Bhatt- Ranbir Kapoor : এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিজের বাড়িতেই খুব ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পার্টি করবেন রণবীর।
#মুম্বই: অবশেষে জল্পনার অবসান হয়েছে। এই মাসেই চারহাত এক হতে চলেছে অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Alia Bhatt- Ranbir Kapoor)। আর এর মধ্যেই শোনা যাচ্ছে, বিয়ের আগে নিজের বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করবেন রণবীর। যাকে বলে ব্যাচেলর পার্টি। অবিবাহিত জীবনকে শেষ বারের মতো উদযাপনে রণবীরের সঙ্গে মাতবেন বলিউডেরই বেশ কয়েকজন তারকা।
এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিজের বাড়িতেই খুব ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পার্টি করবেন রণবীর। এই পার্টিতে বলিউডের তারকাদের মধ্যে থাকবেন, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
এক সূত্রের কথা, "রণবীরের খুব ঘনিষ্ঠ বন্ধু হল অর্জুন, আদিত্য ও অয়ন। ও নিজের বাড়িতেই ব্যাচেলর পার্টির আয়োজন করেছে। এছাড়া রণবীরের ছোটবেলার বন্ধুরাও উপস্থিত থাকবে এই পার্টিতে। এভাবেই ব্যাচেলর পার্টির আয়োজন করছেন রণবীর।"
advertisement
advertisement
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাপুর পরিবারের আদি বাড়িতেই আগামী ১৭ এপ্রিল বসবে আলিয়া ও রণবীরের বিয়ের আসর (Alia Bhatt- Ranbir Kapoor)। তবে বিয়ের অনুষ্ঠানে শুধুই ঘনিষ্ট পরিজন ও বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা আচ্ছে। আলিয়ার দাদু এন রাজদান অসুস্থ। তিনি দেখে যেতে চান আলিয়া ও রণবীরের বিয়ে। আর তাই আর দেরি করতে নারাজ দুই পরিবার। তবে পারিবারিক ভাবেই বিয়ের আসর বসবে। খুব বিরাট কোনও পরিকল্পনার কথা এখনও জানা যায়নি।
advertisement
কাজের দিক থেকে আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ছবিতে। আগামিতে আলিয়া রণবীরকে একসঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে দেখা যাবে। ছবিতে রয়েছেন মৌনী রায়, অমিতাভ বচ্চনও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2022 3:00 PM IST